• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

এবার বাফুফের তদন্ত কমিটি থেকে পদত্যাগ দুইজনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩, ০৬:৪৯ পিএম
এবার বাফুফের তদন্ত কমিটি থেকে পদত্যাগ দুইজনের
ছবি: সংগৃহিত

আর্থিক জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। সেই জালিয়াতিসহ বাফুফের অভ্যন্তরীন দূর্নীতি খতিয়ে দেখতে গঠিত ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

৯ দিন না যেতেই সেই তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেছেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি। পদত্যাগের কারণ হিসেবে  দুজনই ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান, বাফুফে সদস্য সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, জাকির হোসেন চৌধুরী, ইমতিয়াজ হামিদ সবুজ, হারুনুর রশিদ ও আবদুর রহিম।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি বলেন, "এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। আপনি বাফুফে অফিসে যোগাযোগ করে জেনে নিন।" 

Link copied!