বিশ্বকাপে এখন পর্যন্ত ৭বার ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। কোন বারই দলটির বিপক্ষে জয় পায়নি তারা। তবে সব মিলে ১৩৪ বার ওয়ানডেতে মাঠে নেমেছে এই দুই দল। সেখানে অবশ্য জয়ের পাল্লাটা ভারি পাকিস্তানের। পোকিস্তানের ৭৫ জয়ের বিপরীতে ভারতের জয় ৫৬ ম্যাচে। শনিবার(১৪ অক্টোবর) ওয়ানডেতে ১৩৫ তম বিশ্বকাপের অষ্টম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান ও ভারত। এই ম্যাচের আগে সংবাদ সম্মলনে বারবার ঘুরে ফিরে আসছে বিশ্বকাপে জয় না পাওয়ায় পাকিস্তানের ওপর কি কোন চাপ আছে এই ম্যাচকে ঘিরে?
এমন প্রশ্নের উত্তরে পাকিস্তান অধিনায়ক বাবর আজম অবশ্য মজার ছলেই বলেন, “চাপ আছে তবে সেটা ম্যাচের না টিকিটের। অনেকেই ফোন দিয়ে টিকিট চাচ্ছে। এরপরিই বলেন যে ম্যাচ নিয়ে কোন চাপ নিচ্ছি না আমরা। আমরা ভারতের বিপক্ষে আগে হেরেছি মানছি এর কারণ হয় তোবা আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। তবে ভুলে গেলে চলবে না ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু আমরা তাদের হারিয়েছিলাম। আশা করি শনিবার আমরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি তাহলে ভালো কিছু হবে।”
এ সময় পাকিস্তান অধিনায়ক আরও বলেন, “অনেকেই রেকর্ডের কথা বলছেন। রেকর্ড কিন্তু ভাঙার জন্যই গড়া হয়। আমরাও চেষ্টা করব রেকর্ড বদলানোর। ভারত-পাকিস্তান ম্যাচে অনেকগুলো বিষয় থাকে। নির্দিষ্ট দিনে যারা ভাল পারফরম্যান্স করতে পারবে, তাদের জেতার সুযোগ বেশি থাকবে। আমার সতীর্থেরা এই দিনটার দিকে তাকিয়ে রয়েছে। আমি নিশ্চিত ওরা কিছু একটা করবেই।”
তবে বাবরের কন্ঠে এই ম্যাচে গুরুত্বপূর্ণ হতে পারে টস। টস নিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, “টসটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ পরের দিকে উইকেটের চরিত্র কিছুটা বদলে যায়। সন্ধ্যার পর শিশিরও একটা চিন্তার কারণ হয়ে থাকে। বৃহস্পতিবার রাতে ভালই শিশির পড়েছে এখানে। তাই টসের উপর অনেক কিছু নির্ভর করবে।”
ভারত নয়, শুধু নিজেদের ক্রিকেট নিয়েই ভাবছেন বাবর আজম। পাক অধিনায়ক বলেন, ‘‘সত্যি বলতে এই ধরনের ম্যাচে মানসিকতার একটা ভূমিকা রয়েছে। এটা বড় ম্যাচ। তীব্র প্রতিদ্বন্দ্বিতার আবহ থাকে। নিজের সেরা দেওয়ার সুযোগ এই ম্যাচেই। আমরা আমাদের ভালদিকগুলো বজায় রাখতে চাই। আমদাবাদের স্টেডিয়ামে লক্ষাধিক মানুষ আমাদের খেলা দেখতে আসবেন। এত মানুষের সামনে নিজেদের সেরাটা মেলে ধরার সুযোগ আর কোথায় হবে?”