• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

আপিলে সত্য বেরিয়ে আসবে, বিশ্বাস সোহাগের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩, ০৪:১৪ পিএম
আপিলে সত্য বেরিয়ে আসবে, বিশ্বাস সোহাগের
ছবি: সংগৃহীত

আর্থিক জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগকে দুই বছরের জন্য ফুটবলের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ফিফা। তবে ফিফার দেওয়া  শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

সোহাগও আপীল করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, “নিয়ম অনুযায়ী সিদ্ধান্তের ২১ দিনের মধ্যে আপীল করা যাবে। আমি আপীল করার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে কাজ করছেন আমার লিগ্যাল কাউন্সেল আজমালুল হোসেন কেসি।”

নিজের বিরুদ্ধে ফিফার আনীত অভিযোগ অস্বীকার করেন সোহাগ। তার দাবি আপিলের রায়ে সত্যটা বেরিয়ে আসবে। তিনি আরও বলেন, “ফিফা সিদ্ধান্ত নিয়েছে। আমি আপীল করবো। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আমি কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপীল করবো। প্রকৃত সত্য উদঘাটনের জন্য আমার লিগ্যাল কাউন্সেল যা করার করবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর মধ্যে দিয়ে সত্যটা বেরিয়ে আসবে।”

এদিকে সাধারণ সম্পাদক নিষিদ্ধ হওয়ার কারণে পুর্বনির্ধারিত নারী ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে সভা বাতিল করেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

Link copied!