তাসকিনের বদলে দলে এলেন রাজা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩, ০৬:৫১ পিএম
তাসকিনের বদলে দলে এলেন রাজা

বেশ কয়েকটি টেস্ট সিরিজে দলের সঙ্গে ছিলেন পেসার রেজাউর রহমান রাজা। কিন্ত এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তার। আরও একবার জাতীয় দলের স্কোয়াডে ডাকা হয়েছে তাকে। এবার অবশ্য তার ডাক পড়েছে আরেক তাসকিন আহমেদের ইনজুরিতে।

সাইডস্ট্রেনের চোটে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন। এই চোটের কারণে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাসকিনকে। আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাওয়া চোটেই টেস্ট খেলা হচ্ছে না তার।

আইরিশদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দাপট দেখিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার লাল বলের ক্রিকেটেও সেই দাপট ধরে রেখে সিরিজ জিততে চায় টাইগাররা। শুধু তাই নয় সাদা বলের মতো লাল বলেও এবার আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় বলে জানিয়েছেন মিরাজ।

মিরাজ বলেন, “টেস্ট ক্রিকেটও এখন আক্রমণাত্বকভাবে খেলা হচ্ছে। তাই আমাদেরও লক্ষ্য থাকবে আক্রমণাত্বক ক্রিকেটটা খেলা। দিন শেষে রান করাটাই মুখ্য। সাদা বল, লাল বল কোনো বিষয় না। মূল বিষয়টা হলো রান করা। একটা খেলোয়াড় রান পাচ্ছে কি না, ১০০ করছে কি না- এটা অনেক গুরুত্বপূর্ণ।”

Link copied!