মহামারীর সময় নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলেন বাংলাদেশের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। এবার ভক্তদের আরেকটি সুসংবাদ দিলেন টাইগার এই ক্রিকেটার। এবার তাদের কোলজুড়ে আসছে নতুন অতিথি। বাবা হচ্ছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান।
সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে মঙ্গলবার (১৫ আগস্ট) শান্তর স্ত্রীর বেবি শাওয়ারের ছবি পোস্ট করা হয়। সেখানে ছিলেন বাংলাদেশ দলের বেশকিছু ক্রিকেটারের স্ত্রীরাও। যাদের মধ্যে ছিলেন তাইজুল, মিরাজ, সাদমান ও আফিফ পত্নীরা।
২০২০ সালের জুলাই মাসে সাবরিন রত্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাজমুল হোসেন শান্ত। রত্নার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল শান্তর। নাজমুল শান্তর স্ত্রী সাবরিন রত্না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের ছাত্রী ছিলেন।
এ দিকে আসন্ন এশিয়া কাপের জন্য চূড়ান্ত দলে জায়গা হয়েছে শান্তর। বেশ কয়েকবছর ধরেই দারুণ পারফর্ম করে যাচ্ছেন শান্ত। তার পারফর্মেন্সের উপর ভিত্তি করেই দলে জায়গা হয়েছে তার। বর্তমানে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।