• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিকেলে ভিডিও বার্তায় আসছেন তামিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ১২:১৯ পিএম
বিকেলে ভিডিও বার্তায় আসছেন তামিম
ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এবারের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তামিম ইকবালের। দেশ সেরা ওপেনারকে বাদ দিয়ে দল ঘোষণা করায় বিসিবি প্রশ্নবৃদ্ধ। দাবি করা হচ্ছে, পুরোপুরি ফিট না যার কারণেই তামিমকে স্কোয়াডে নেওয়া হয়নি। তবে এবার তামিম ফেসবুক স্ট্যাটস দিয়ে জানালেন তাকে কেন দল থেকে বাদ দেওয়া হয়েছে সেই ঘটনার পেছনের ঘটনা জানাবেন বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এক ভিডিও বার্তার মাধ্যমে।

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু হবে ৫ সেপ্টেম্বর। বিশ্বকাপ শুরুর আগেই বিভিন্ন দল ভারতে যাওয়া শুরু করেছে। বাংলাদেশ ক্রিকেট দলও বুধবার বিকেলে ভারতের বিমানে উঠবেন। টাইগাররা ভারতের বিমানে উঠলেই তামিম ভিডিও বার্তায় জানাবেন তাকে দল থেকে বাদ দেওয়ার আসল ঘটনা।

তামিম লিখেছেন, “আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত - সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।”

আজ বিকেল ৪টার ফ্লাইটে গৌহাটির উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ৪টার পরে তাই জানা যাবে তামিমের বক্তব্য।

Link copied!