নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ নিগার সুলতানারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ১২:২০ পিএম
নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ নিগার সুলতানারা

নিউজিল্যান্ড সফর বাজে কেটেছে বাংলাদেশের মেয়েদের। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের তিনটিতেই হেরেছে নিগার সুলতানারা। হোয়াইটওয়াশ এড়াতে বুধবার (৭ ডিসেম্বর) মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে শেষ রক্ষা হয়নি। ৬৩ রানের বড় হার নিয়ে হতাশ হতে হয়েছে সালমা খাতুনদের।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সংগ্রহ রীতিমতো লজ্জায় ফেলে দেওয়ার মতো। কিউইদের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

দ্বিতীয় ম্যাচে লজ্জার সংগ্রহ থেকে বেরিয়ে উন্নতি করে বাংলাদেশ। তবে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি। নিউজিল্যান্ডের ১৪৮ রানের বিপরীতে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১১১ রানে।

সিরিজ হাতছাড়া হয়ে তৃতীয় ম্যাচ বাংলাদেশের সামনে ছিল হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। তবে কুইন্সটাউনে সোফি ডিভাইনদের সঙ্গে পেরে ওঠেনি নিগাররা।

কিউইদের ৭ উইকেটে ১৫২ রানের বিপরীতে বাংলাদেশ থামে ৭ উইকেটে ৮৯ রানে। স্বাগতিকরা ৬৩ রানের জয় নিয়ে বাংলাদেশের বিপক্ষে ৩-০ তে সিরিজ জয় নিশ্চিত করে। 

Link copied!