• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬
এশিয়া কাপ

জোড়া-তালি দিয়ে শ্রীলঙ্কার দল ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩, ০৭:০৮ পিএম
জোড়া-তালি দিয়ে শ্রীলঙ্কার দল ঘোষণা
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ শুরুর আগে শ্রীলঙ্কা দলে ইনজুরির হানা। একের পর এক তারকা ক্রিকেটাররা ইনজুরিতে আক্রান্ত হয়ে ছিটকে যাচ্ছেন দল থেকে। এবার শেষ মুহূর্তে দলটি হারাল সেরা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। শ্রীলঙ্কার নির্বাচকরা ভেবেছিলো, শেষ মুহূর্তে হয়তো সুস্থ হয়ে এশিয়া কাপে দলের সঙ্গে যুক্ত হতে পারবেন হাসারাঙ্গা। তবে সেটা আর সম্ভব হল না। তাকে ছাড়াই টুর্নামেন্ট শুরুর একদিন আগে এশিয়া কাপের দল ঘোষণা করল শ্রীলঙ্কা।

লঙ্কান ব্যাটার আভিষ্কা ফার্নান্দো করোনা আক্রান্ত হয়ে আগেই ছিটকে গিয়েছিলেন। ইনজুরির কারণে দলের সবচেয়ে বড় তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও পাচ্ছে না তারা। এ ছাড়া ছিটকে গেছেন তারকা পেসার দুশমান্থ চামিরা, লাহিরু মাধুশঙ্কা ও লাহিরু কুমারা। 

লঙ্কান প্রিমিয়ার লিগ যেন কাল হয়ে দাঁড়াল শ্রীলঙ্কার জন্য। এই লিগেই বেশি কিছু ক্রিকেটার ইনজুরির শিকার হয়। সেসব ক্রিকেটারদের ফিট হয়ে ফেরার অপেক্ষায় ছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। কিন্তু শেষ পর্যন্ত আর তা হল না। দলটির বেশি কিছু তারকা ক্রিকেটারকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করল তারা।

লঙ্কান দলকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। এছাড়াও দলের তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন নিশাঙ্কা, করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা। লঙ্কান বোলিং বিভাগের বড় দুই শক্তির জায়গা ছিলেন দুশমান্থ চামিরা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। চামিরা, লাহিরু ও মাদুশঙ্কা ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দিতে হবে কাসুন রাজিথা, প্রমোদ মাদুশান ও মাথিশা পাথিরানার। হাসারাঙ্গার জায়গায় শ্রীলঙ্কা বাঁ-হাতি স্পিনার দুনিথ ওয়েল্লালাগেকে দলে নিয়েছে।

আগামীকাল (বুধবার) পর্দা উঠছে এশিয়া কাপের। প্রথম ম্যাচে মাঠে নামছে পাকিস্তান ও নেপাল। আর ৩১ আগস্ট ক্যান্ডির পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।  

শ্রীলঙ্কার স্কোয়াড

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আশালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশন হেমন্ত, দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, কাসুন রাজিথা, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।

Link copied!