• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

আরব আমিরাতের বিপক্ষে শ্রীলঙ্কার সংগ্রহ ১০৯


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ০৩:২৭ পিএম
আরব আমিরাতের বিপক্ষে শ্রীলঙ্কার সংগ্রহ ১০৯

নারীদের এশিয়া কাপে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা। রোববার (২ অক্টোবর) সিলেটে টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করেছে তারা।

ইনিংসের শুরুতেই ওপেনার হর্ষিতা সমরবিক্রমা ও অধিনায়ক চামারি অথাপাথু ভালো শুরুর ইঙ্গিত দেন। দলীয় ২৩ রানে চামারি আউট হন। আরেক ওপেনার হর্ষিতার ব্যাট থেকে আসে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ বলে ৩৭ রান। দলীয় ৪৩ রানে প্যাভিলিয়নের পথ ধরেন হাসিনি পেরেরা।

পরের ব্যাটারদের মধ্যে নীলাক্ষী ডি সিলভা ১৯ করেন ও আনুশকা সঞ্জীওয়ানি ১৭* রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার ইনিংস থামে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রানে।

সংযুক্ত আরব আমিরাতের বোলার মাহিকা গৌর ও বৈষ্ণব মহেশ ৩টি করে উইকেট নেন। সামাইরা ধরনিধারকা দুইটি ও সুরক্ষা কোট্টে একটি উইকেট নেন।

Link copied!