রোববার ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল মঞ্চে খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচের আগে থিয়াগো মেসি তার বাবা লিওনেল মেসির প্রতি সমর্থন জানিয়েছে। ১০ বছর বয়সী এই বিশ্বকাপে আর্জেন্টিনার বিখ্যাত গানের লিরিক্স তার নোটবুকে লিখেছে।
মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে থিয়াগোর নোটবুকের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে থিয়াগো তার বাবার প্রতি সমর্থন জানিয়ে লিখেছে, “আর্জেন্টিনার সব মানুষ, সব সমর্থক তোমার দিকে তাকিয়ে আছে বাবা। তুমিই ওদের আশা ও ভরসার প্রতীক।”
নোটবুকে একটা গানও লেখা ছিল। যে গান উজ্জীবিত করে আর্জেন্টিনা দলকে। দলের জয়ের উদযাপনে ড্রেসিংরুমে এই গান গেয়েই মাতে মেসিরা।
গানটির কথাগুলো ছিল, “মুচাচোস আহোরা নোস ভলভিমোস এ ইলুশনার, কোয়েরো গানার লা টেরসেরা, কোয়েরো সের ক্যাম্পেন মুন্ডিয়াল।” যার অর্থ, "বন্ধুরা, এখন আমরা আবার আমাদের আশা দেখেছি। আমরা তৃতীয় জিততে চাই। আমরা বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই।"
ব্রাজিলে ২০১৪ সালের ফাইনালেও আর্জেন্টিনা পৌঁছে গিয়েছিল। তবে অতিরিক্ত সময়ে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় লাতিন আমেরিকার দেশটির।