শুরু হলো সাকিব আল হাসানের ক্যান্সার ফাউন্ডেশন `সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশনে`র পথচলা। শুক্রবার (২৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে এই ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।
কাকতালীয় ভাবেই আজকেই সাকিবের ৩৬তম জন্মদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বক্তব্যের শুরুতে অবশ্য সবাইকে একটু চমকেই দিয়েছিলেন তিনি।
সাকিবের জন্মদিন যে আজ সেটা নাকি জানতেন না পাপন। তবে পরে অবশ্য জন্মদিনে এরকম একটি মহান উদ্যোগের যাত্রা শুরু হওয়াতে বাহবাও দেন তিনি।
পাপন বলেন, "আজকে সাকিবের জন্মদিন, আমি জানতাম না এটা। যদিও এটা আমার জানার কথা ছিল কিন্তু জানতাম না। এই দিনে এ ধরনের পোগ্রাম করার চেয়ে ভালো কিছু আর হতে পারত না।"
তিনি আরও বলেন, "ক্যান্সার হলেই যে মানুষ মারা যাবে এখন আর সেই দিন নেই। যদি শুরু থেকে চিকিৎসা শুরু করা যায় তাহলে এটা নিরাময় সম্ভব। অন্তত বেঁচে থাকার সময় বেড়ে যাচ্ছে অনেক বছর। যত দ্রুত আমরা এটি জানতে পারবো, যত দ্রুত চিকিৎসা শুরু করতে পারবো তত দ্রুত মানুষটাকে সুস্থ করে তুলতে পারবো। সবচেয়ে বড় কথা সচেতনত আর যেখানে সাকিবের নাম আছে তার থেকে বড় কিছু তো আর হতে পারে না।"
বিশ্বজুড়ে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান অসংখ্য মানুষ। কয়েক মাসের আগে বাংলাদেশেই জাতীয় দলের ক্রিকেটার মোসাররফ রুবেল মারা গেছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে। অনুষ্ঠানে বেশ কয়েকবার রুবেলকেও স্মরণ করা হয়েছে। এছাড়া ক্যান্সাএর চিকিৎসা করতে খরচের পরিমাণ অনেক সময় অস্বচ্ছল মানুষদের নাগালের বাইরে চলে যায়। সবমিলিয়ে এসব চিন্তা করেই নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলেন সাকিব।
এর আগে ২০২০ সালে করোনা মহামারীতেও সাকিব বড় উদ্যোগ নিয়েছিলেন। তখন নিজের নামে খুলেছিলেন `সাকিব আল হাসান ফাউন্ডেশন`। তার সেই ফাউন্ডেশন করোনার সময়ে পাশে দাঁড়িয়েছিল বহু মানুষের।