• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

সৌদিতে রোনালদোর এক বছরের বেতন আড়াই হাজার কোটি টাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৪, ০১:১৯ এএম
সৌদিতে রোনালদোর এক বছরের বেতন আড়াই হাজার কোটি টাকা
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

সৌদি আরবের ফুটবল লিগে বছরে কার বেতন কত, তা প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে অন্যদের বেতন শুধু কমই নয়, দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিল তারকা নেইমার ও ফ্রান্স তারকা করিম বেনজেমার দ্বিগুণ পান সিআরসেভেন। গত বছরের জানুয়ারিতে আল নাসর ক্লাবে যোগ দেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রোনালদো। তিনি সৌদিতে বছরে ২০ কোটি ইউরো পান বেতন বাবদ। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৬ শ‍‍` কোটি টাকা। নেইমার ও বেনজেমা পান ১০ কোটি ইউরো  করে। চতুর্থ স্থানে আছেন রিয়াদ মাহরেজ। তিনি পান ৫.২৫ কোটি ইউরো। পঞ্চম স্থানে থাকা সাদিও মানে পান ৪ কোটি ইউরো।

Link copied!