পর্তুগালের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের শেষদিকে পৌঁছে গেছেন। এই শেষ সময়ে এসে বিতর্ক পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদের সাবেক তারকার। মাত্রই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এখন ফ্রি এজেন্ট রোনালদো। তিনি নানা কারণে সমালোচিত হচ্ছেন। ইতালীয় কোচ ফ্যাবিও ক্যাপেলোর মতে দলগুলোর জন্য রোনালদো সমস্যা।
সাবেক এসি মিলান, রিয়াল মাদ্রিদ ও রোমার কোচ বলেন, “আমি মনে করি ক্রিশ্চিয়ানো রোনালদো এখনকার পরিস্থিতি নিজেই সৃষ্টি করেছেন। তিনি তার ক্যারিয়ারে যা করছেন, তাতে তার অর্জনকে ছোট করেছেন।”
ক্যাপেলো আরও বলেন, “আমরা খেলোয়াড় নিয়ে কথা বলছি না, কিন্তু এই মুহূর্তটি নিয়ে কথা বলছি। সে অহংকারী। তাকে বিশ্বাস করে এমন কাউকে (ক্লাব) না পেয়ে সে নিজেকে গুটিয়ে চলে গেছে। সে দলগুলোর জন্য কিছুটা বিরক্তিকর হয়ে উঠেছে।”
সাক্ষাৎকারে ক্যাপেলোকে কাতার ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের বিষয়েও প্রশ্ন করা হয়েছিল। বিশেষ করে উদযাপনের বিষয়ে তিনি আলবিসেলেস্তের গোলরক্ষক দিবু মার্টিনেজের উদযাপন নিয়ে সমালোচনা করেছেন।
বিপরীতে, লিওনেল মেসি সম্পর্কে তিনি বলেছেন যে, “বিশ্বকাপ না পেলেও তিনি বিশ্বের অন্যতম সেরা ছিলেন। পেলে, দিয়েগো ম্যারাডোনা এবং মেসি এমন কিছু করেছেন যা অন্যরা চিন্তাও করতে পারে না।”