• ঢাকা
  • রবিবার, ১৬ জুন, ২০২৪, ২ আষাঢ় ১৪৩১, ৯ জ্বিলহজ্জ ১৪৪৫

কোহলিদের বিদায় করে ফাইনালে ওঠার লড়াইয়ে রাজস্থান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৭:৫৩ এএম
কোহলিদের বিদায় করে ফাইনালে ওঠার লড়াইয়ে রাজস্থান
হেতমায়ার ও রিয়ন পারাগ রাজস্থানের জয় নিশ্চিত করেন। ছবি: সংগৃহীত

আইপিএল থেকে আগেই বিদায় নিয়েছেন রোহিত শর্মা। এবার বিদায় নিলেন বিরাট কোহলি। বুধবার কোহলিদের রয়্যাল চ্যালেন্জার বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠার লড়াইয়ে স্থান করে নিয়েছে রাজস্থান রয়্যালস।  

বেঙ্গালুরুরদ ৮ উইকেটে ১৭২ রানের জবাবে রাজস্থান ১৯ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান করে। শুক্রবার চেন্নাইয়ে রাজস্থান কোয়ালিফায়ার-২ ম্যাচে খেলবে সানরাইজার্স হায়দরাবাদ দলের বিপক্ষে। ঐ ম্যাচের বিজয়ী দল ২৬ মে চেন্নাইয়ে অনুষ্ঠেয় চলতি আইপিএলের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স দলের। বলিউড তারকা শাহরুখ খানের কলকাতা কোয়ালিফায়ার-১ ম্যাচে ৮ উইকেটে হায়দরাবাদকে পরাজিত করে গত মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনালে উঠে। বুধবারের ম্যাচে বেঙ্গালুরুর কোহলি ৩৩, রজত পতিদার ৩৪ ও মাহিপাল ৩২ রান করেন। 

রাজস্থানের আভেশ খান ৩টি ও রবিচন্দ্রন অশ্বিন ২টি উইকেট পান। রাজস্থানের জশস্বী জশওয়াল ৪৫, রিয়ন পারাগ ৩৬ রান করেন। বেঙ্গালুরুর মুহম্মদ সিরাজ ২টি উইকেট লাভ করেন।

Link copied!