বিশ্বকাপে আজ(মঙ্গলবার) নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এই মুম্বাইয়ে শেষ ম্যাচে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে ছেড়েছে প্রোটিয়ারা। তবে, এই ম্যাচের আগে বাংলাদেশের জন্য স্বস্তির খবর ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন সাকিব আল হাসান। তবে, তাসকিন আহমেদকে পাচ্ছেন না বাংলাদেশ। ভারত ম্যাচেও ছিলেন না এই দুই ক্রিকেটার।
দলে ঢুকছেন সাকিব তাহলে অবশ্যই আসছে পরিবর্তন, বাদ পড়ছেন কে? মুম্বাইয়ের গরম আর প্রতিপক্ষ আফ্রিকা দলের কথা মাথায় রেখে একাদশে তিন পেসার না রাখার সিদ্ধান্ত আসতে পারে। সেক্ষেত্রে বাদ পড়তে পাড়েন একজন পেসার। তাসকিন আহমেদ আগেই ছিটকে গেছেন। ভারত ম্যাচের একাদশ থেকে হাসান মাহমুদের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। পেসার হিসেবে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামকে। স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদের সাথে স্পিনার হিসেবে থাকবেন সাকিবও।
প্রোটিয়া ম্যাচে ব্যাটিং অর্ডারে হয়ত সেভাবে কোনো বদল আসবে না। আগের মতো করেই যার যার পজিশনে ব্যাট করতে নামতে পারেন ব্যাটাররা। গত ম্যাচে দারুণ ব্যাট করা তানজিদ তামিম দিয়েছেন আস্থার প্রতিদান।ওপেনিংয়ে তার সঙ্গী লিটন দাস। ওয়ানডাউনে নাজমুল হোসেন শান্ত আর চারে থাকবেন সাকিব। তাওহিদ হৃদয়কে পাঁচে দেখা যেতে পারে আরও একবার। ছয় আর সাতে যথারীতি দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। মিরাজকে অনেকটা দিন পর দেখা যেতে পারে আট নম্বরে। নয়, দশ এবং এগারোতে থাকবেন নাসুম, শরিফুল এবং মুস্তাফিজ।
যেমন হতে পারে বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।