অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বিদায় হলো রমিজ রাজার। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন রমিজ। তবে এরপর ইমরান খান প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করায় রমিজেরও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে বিদায়ের গুঞ্জন উঠেছিল।
কিন্তু এরপর সাত মাস কেটে গেলেও রমিজ ছিলেন বহাল তবিয়তে। তবে পাকিস্তানি গণমাধ্যম পাকিস্তান ক্রিকেটের এক প্রতিবেদনে আবারও রমিজ রাজার বরখাস্তের খবর প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছিল, খুব দ্রুতই পিসিবি থেকে রমিজকে বরখাস্ত করা হবে। তার জায়গায় পিসিবির নতুন চেয়ারম্যান হবেন নাজাম শেঠি। সম্প্রতি পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন নাজাম। এরপরই রমিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এবারের গুঞ্জন অবশ্য সত্য প্রমাণিত হয়েছে। রমিজকে পিসিবি চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। রমিজকে ২০২১ সালে পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি নেতৃত্বে মোটামুটি ভালো কাজ করেছিলেন। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সর্বোচ্চ পদ থেকে সরে দাঁড়ানোর পর রাজার অবস্থান বেশ নড়বড়ে হয়ে যায়।
উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী পিসিবির পৃষ্ঠপোষক। তার সিদ্ধান্তই চূড়ান্ত। নাজাম শেঠিকে পিসিবি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শfহবাজ শরিফ। এর আগে দুবার পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি।