চলতি বিশ্বকাপের শুরুটা স্বপ্নের মতো হয়েছে স্পেনের। আসরে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকে ৭-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছেন ২০১০ বিশ্বকাপের চ্যাম্পয়নরা। যদিও দ্বিতীয় ম্যাচে জার্মানির বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে, তবে তাতে আত্মবিশ্বাসে এতটুকু আঘাত লাগেনি স্প্যানিশদের।
এর কারণ, নিজেদের গ্রুপে বাকি দলের চেয়ে মোটামুটি নিরাপদ জায়গাতেই রয়েছে স্পেন। বড় কোনো মিরাকেল না ঘটলে তাদের নকআউট পর্ব প্রায় নিশ্চিত বলেই ধরা যায়।
শেষ ষোলোতে স্পেনের প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল। চলতি আসরে উড়ন্ত ফর্মে রয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। টানা দুই ম্যাচ জিতে ইতিমধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল!
তবে কি নকআউট পর্বে ব্রাজিলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে চিন্তিত স্পেন! এরকম আলোচনা উঠলেও স্প্যানিশ মিডফিল্ডার কেকে জানালেন, শুধু ব্রাজিল নয়, কাউকেই ভয় পাচ্ছে না স্পেন।
কেকে বলেন, প্রত্যক দলের প্রতি সম্মান রেখেই বলছি, আমরা কাউকে ভয় পাচ্ছি না। কোয়ার্টার ফাইনালে কার সঙ্গে খেলবো তা নিয়ে এখনই ভাবতে চাই না। ব্রাজিল যদি আমাদের প্রতিদ্বন্দ্বী হয় তখন তাদের বিপক্ষে সর্বোচ্চ ভালো উপায়েই আমরা মোকাবিলা করব।”
তবে আপাতত গ্রুপের শেষ ম্যাচের প্রতিপক্ষ জাপানকে নিয়ে ভাবছে স্পেন। জয় ছাড়া কোনো কিছুই ঘটতে পারে এ বিষয়েও সর্বোচ্চ সতর্ক স্পেন।
“এখন জাপানের বিপক্ষে জয় নিয়েই ভাবছি আমরা। জয় ছাড়া অন্যথা অনেক কিছুই ঘটতে পারে” যোগ করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় জাপানের বিপক্ষে মাঠে নামবে স্পেন।