• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

ম্যাচ হেরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিগারের কণ্ঠে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৫:৪৩ পিএম
ম্যাচ হেরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিগারের কণ্ঠে

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা। এশিয়া কাপেও থাইল্যান্ডকে একপ্রকার উড়িয়ে শুভ সূচনা করেছিল মেয়েরা। ফুরফুরে মেজাজে থাকা নারীদের দ্বিতীয় ম্যাচেই পাকিস্তানের কাছে হার মানতে হয়। তবে ম্যাচ হেরে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোয় আত্মবিশ্বাসী টাইগ্রেসরা।


এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল বর্তমান শিরোপাধারী বাংলাদেশ ও পাকিস্তান। সিলেটে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে মাত্র ৭০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৪৬ বল বাকি থাকতে মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

ম্যাচের পর বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা বলেন,  ‘আমাদের টপ অর্ডারে ধ্বস নেমেছিল। তাছাড়া স্লো উইকেট থাকার কারণে আমরা আমাদের পরিকল্পনার প্রতিফলন মাঠে বাস্তবায়ন করতে পারিনি। ভেবেছিলাম উইকেট ব্যাটিং সহায়ক হবে, কিন্তু উইকেট ভেজা ছিল। আমাদের বোলাররা সঠিক লাইন-লেন্থে বল করতে পারেনি। কিছু ভুল আছে যা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা পরের ম্যাচে দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াব।’

টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 

Link copied!