• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মিরপুরে অনুশীলন করেছে নিউজিল্যান্ড দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৬:৫৭ পিএম
মিরপুরে অনুশীলন করেছে নিউজিল্যান্ড দল
মিরপুরে অনুশীলনে ব্যস্ত নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ড দলের সাত ক্রিকেটার আজ (সোমবার) অনুশীলন করেছে মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টোডিয়ামে। বাকিরা ছিলেন বিশ্রামে। সফরকারী দলের প্রথম দিনের অনুশীলন ছিল বেশ হাল্কা মেজাজে। বেশিরভাগ সময়ই ক্রিকেটাররা স্পিনে অনুশীলন করেছেন। বিশ্বকাপের আগে বেশ কিছু নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রেখেছে নিউজিল্যান্ড। টিম সাউদি, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, টিম সাইফার্টরা আসেননি। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি। তাকে পর্যবেক্ষণ করছে এনজেডসি। এছাড়া সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মার্ক চ্যাপম্যান ও জিমি নিশাম ছুটি নিয়েছেন।

ওয়ানডে দলে একজন নতুন মুখ ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলসরা সময় নিয়ে স্পিনের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করেছেন। টিকনারও নেটে ব্যাটিং করেছেন। মাঠে আসা নিউজিল্যান্ড ক্রিকেটারদের মধ্যে বোলিং করেছেন শুধু লেগ স্পিনার ইস সোধি। পাঁচ ওভারের মতো হাত ঘুরিয়েছেন তিনি।পুরো দল নিয়ে মঙ্গলবার থেকে পুরোদমে অনুশীলন করবে কিউইরা। আগামী ২১ সেপ্টেম্বর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলের প্রধান কোচ লুক রনকি ও ব্যাটিং কোচ ইয়ান বেল। নিউজিল্যান্ড দলের পেস বোলিং কোচ শেন জার্গেনসনও আছেন এই সফরে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!