পাকিস্তান ক্রিকেট ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না। এশিয়া কাপে সুপার ফোর থেকে বিদায় নেওয়া, দলের মধ্যে দ্বন্দ্ব, বিশ্বকাপে সফরে নানা জটিলতা। তবে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতে উড়ন্ত সূচনা করলেও পরের দুই ম্যাচ হেরে স্বস্তিতে নেই বাবর আজমের দল। সেই সঙ্গে দলটি বড় খেলোয়াড়রা পারফরম্যান্স করতে পারছেন না। সব মিলিয়ে পাকিস্তান দলটা মানসিক ভাবে অনেকটাই পিছিয়ে গেছে। তবে পরের ম্যাচেই নতুন পাকিস্তানকে দেখা যাবে, এমনটাই জানালেন দলটির ওপেনার ইমাম-উল-হক।
সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ে আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান। রশিদ খান, মোহম্মাদ নবীদের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন ইমাম-উল-হক। সেখানে তিনি জানান, আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা ফিরে আসবে। ইমাম বলেন, “৪ ম্যাচ শেষে আমরা ২-২ অবস্থানে আছি। তবে আমরা আত্মবিশ্বাসী। তবে এটাও স্বীকার করতে হবে গত দুই ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। আমাদের আরও ভালো করতে হবে। আমরা দলের ভেতরে এ নিয়ে কথা বলেছি। আগামীকাল (সোমবার) চেন্নাইয়ে আপনারা নতুন পাকিস্তানকে দেখতে পাবেন।”
ভারত-অস্ট্রেলিয়ার সঙ্গে টানা দুই হারে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে বাবর আজমের দল। সেমিফাইনালের দৌড়েও তাই অনেকটাই পিছিয়ে গেছে তারা। এ অবস্থায় পাকিস্তান দলের ড্রেসিংরুমের অবস্থাও যে ভালো নয়, ইমাম সে কথাও স্বীকার করেছেন। পাকিস্তান ওপেনার বলেন, “আমরা মাঠে গিয়ে চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। সবকিছু তো আমাদের হাতে নেই। পরপর দুইটা ম্যাচ হারলে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস তলানিতে নেমে যাবে। এটাই জীবন, এটাই ক্রিকেট। উত্থান-পতন এর অংশ।”
আফগানদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস পাচ্ছে পাকিস্তান এশিয়া কাপ এবং দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে জয়ে আছে তাদের। এশিয়া কাপের আগে আফগানিস্তানকে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাবর আজমের দল।
ইমাম বলেন, “অবশ্যই আফগানিস্তানে ভালো স্পিনার রয়েছে। কিন্তু কিছুদিন আগে আমরা আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়েছি। চেন্নাইয়ে আমাদের রেকর্ড আশা জাগায়, তবে আমাদের সেরাটা দিতে হবে। যদি আমরা শুরুতে সতর্ক থাকি, তাহলে আমরা ৩৫০ রান করতে পারব।”