• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আগুনের ওপর দিয়ে হাঁটলেন নাঈম শেখ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩, ০৯:২৮ পিএম
আগুনের ওপর দিয়ে হাঁটলেন নাঈম শেখ
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ শুরু হতে আর দু’সপ্তাহও বাকি নেই। এমন সময় আগুনের উপর হেঁটে নিজের মানসিক শক্তি বাড়াচ্ছেন বাংলাদেশের ওপেনার মোহম্মদ নাঈম শেখ। নিজের ফেইসবুক পেইজ থেকে  এই অভিনব অনুশীলনের ভিডিও প্রকাশ করেছেন তিনি।

ভিডিওর ক্যাপশনে নাঈম জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের পেস বোলার তাসকিন আহমেদ এবং উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের কাছ থেকে অণুপ্রেরণা নিয়েই এমন অনুশীলন তার। সেইসঙ্গে ধন্যবাদ জানিয়েছেন  মাইন্ড ট্রেনার সাবিত রায়হানকে। 

আগুনের ওপর হাঁটার এই অনুশীলনে তার পাশে ছিলেন এই মাইন্ড ট্রেনার। এর আগে সাবিতের উপস্থিতিতেই নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ আগুনে হেঁটেছিলেন। তাদের ক্ষেত্রে মানসিকভাবে উজ্জীবিতও করেছিলে এমন অনুশীলন।

বাংলাদেশ জাতীয় দলের সাথে সাবিত রায়হানের সখ্যতা অবশ্য বেশ পুরাতন। করোনা মহামারির পরেই অন্য এক তাসকিনকে পেয়েছে বাংলাদেশ। তাসকিন নিজেকে বদলেছিলেন এই ট্রেইনারের অধীনেই। তাসকিনকে দেখেই পরে এই ট্রেইনারের অধীনে প্রশিক্ষণ শুরু করেন নুরুল হাসান সোহান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

খেলা বিভাগের আরো খবর

Link copied!