• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

বাজে বোলিংয়ে খরুচে মোস্তাফিজুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩, ০৫:৫৩ পিএম
বাজে বোলিংয়ে খরুচে মোস্তাফিজুর
ছবি: সংগৃহীত

টানা তিন ম্যাচ ডাগআউটে বসে থাকার পর দিল্লি ক্যাপিটালসের একাদশে সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে সুযোগ পেয়ে সেদিন কাজে লাগাতে পারেননি। নায়ক হওয়ার সুযোগ হাতছাড়া করেন বাজে বোলিংয়ে। পরের ম্যাচেও অব্যাহত ফিজের খরুচে বোলিং।

শনিবার (১৫ এপ্রিল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছে দিল্লি। এদিন টস জিতে আগে বোলিং করতে নামে তারা। ইনিংসের তৃতীয় ওভারে প্রথমবার বল হাতে নিয়ে ১০ রান হজম করেন ফিজ।

এরপর তাকে ইনিংসের ১০ম ওভারে বোলিংয়ে আনেনে দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ওই ওভারে তাকে নিয়ে যেন ছেলেখেলা করেন ব্যাঙ্গালুরু ব্যাটার বিরাট কোহলি ও লমরোর। দুজন মিলে ফিজের এই ওভার থেকে নেন ১৯ রান।

এরপর ইনিংসের ১৯তম ওভারে বোলিংয়ে আসেন ফিজ। ওই ওভারে ১২ রান হজম করেন তিনি। সবমিলিয়ে ৩ ওভারে কোনো উইকেট ছাড়া ৪১ রান হজম করেন তিনি।

এদিন ব্যাঙ্গালুরুকে ১৭৪ রানে আটকে রেখেছে দিল্লি। আসরে এখনও জয়ের মুখ দেখেনি ফিজের দল।

Link copied!