• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

মিরাজের অর্ধশতক, ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৫:৩৮ পিএম
মিরাজের অর্ধশতক, ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
শান্ত ও মিরাজ। ছবি : সংগৃহীত

দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে মাত্র ৩ রানের ব্যবধানে নাঈম ও তিনে নামা তাওহিদ হৃদয় ফিরে গেলে চাপে পড়ে যায় টাইগাররা। এরপর হাল ধরেন মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। এরইমধ্যে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে ফিফটি তুলে নিয়েছেন মিরাজ। একই পথে ছুটছেন শান্তও। প্রতিবেদনটি লেখার আগে বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৫ রান।

২০১৮ সালে এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামেন মেহেদি মিরাজ। এবার দ্বিতীয়বারের মতো ওপেনিংয়ে নামেন তিনি। নতুন সঙ্গী পেয়ে নাঈমও যেন হাত খুলে মারার আত্মবিশ্বাস পেলেন।

শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন মিরাজ। শুরুতে খোলসবন্দি থাকলেও পরে হাত খোলা শুরু করেন তিনি। কিন্তু নাঈমের বিদায়ে এই জুটি ভাঙে। পাওয়ার প্লের শেষ ওভারে মুজিব তাকে দারুণ এক স্পিনে পরাস্ত করেন। দলের রান তখন ৬০। ৩২ বলে ৫ চারে ২৮ রান করা নাঈম ফিরেছেন বোল্ড হয়ে।

উইকেটে থিতু হবার আগেই ফেরেন হৃদয়। ১১তম ওভারে গুলবদিন নাঈবের তৃতীয় বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন তাওহিদ হৃদয়। তিনি রানের খাতাই খুলতে পারেননি। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি নিয়েছেন হাশমতউল্লাহ শহীদি।

এরপর দারুণ এক জুটি গড়ে তুলেন নাজমুল শান্ত ও মিরাজ। এই জুটি পার করেছে ৫০ রান। এর ফাঁকে মিরাজ তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি।  

Link copied!