লিওনেল মেসি পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে গিয়ে দারুণ ছন্দে আছেন। এর মধ্যে এল দুঃসংবাদ। অনুশীলন করতে গিয়ে নাকি পায়ের অ্যাঙ্কেল মচকে গিয়েছে মেসির। এমনটাই দাবি মার্কিন গণমাধ্যমের। তবে মায়ামির প্রধান কোচ তাতা মার্তিনো বলছেন, তেমন কিছুই হয়নি।
এলএমটেন যুক্তরাষ্ট্রে যাওয়ার পর টানা ৫ ম্যাচে মাঠে নেমে ৮ গোল করেছেন। দলকে নিয়ে গিয়েছেন লিগস কাপের সেমিফাইনালে। এই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে ফোর্ড লডারহিলে অনুশীলনের সময় মেসি চোট পান।
বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম আর্জেন্টাইন ফরোয়ার্ডের ইনজুরি নিয়ে সংবাদ প্রকাশ করছে।
তবে ক্লাবের প্রধান কোচ তাতা মার্তিনো অধিনায়কের ইনজুরির শঙ্কা উড়িয়ে দিয়েছেন। তার দাবি মেসির কিছুই হয়নি। মার্তিনো বলেন, “আসলে কী হয়েছে, সেটি আমি দেখিনি। তবে আমার ধারণা, মারাত্মক কিছু হলে খেলোয়াড়েরা সবাই এ নিয়ে চিন্তিত হয়ে পড়ত। এখন যেহেতু এ নিয়ে কারও মন খারাপ নেই, ধরেই নেওয়া যায় কিছুই হয়নি।”
লিগস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামি মুখোমুখি হবে ফিলাডিলফিয়া ইউনিয়নের বিপক্ষে। ম্যাচটি হবে ফিলাডেলফিয়ার মাঠে বাংলাদেশ সময় বুধবার (১৬ আগস্ট) ভোর ৫ টায়। এই ম্যাচে জয় পেলেই ডেভিড বেকহ্যামের দল লিগস কাপের ফাইনালে উঠে যাবে। তবে তাদের ফাইনালে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে গত মৌসুমের মেজর লিগ সকারের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা দল ফিলাডেলফিয়া। তাই মায়ামির এই বাঁধা পেরতে হলে মেসিকে বুধবারের ম্যাচে ইনজুরি মুক্ত থেকে মাঠে নামতেই হবে। কারণ মায়ামি অধিনায়কই তো তাদের প্রধান খেলোয়াড়। তিনি যোগ দেওয়ার পর তাদের প্রতিটা ম্যাচের জয়ের নায়ক তো লিওনেল মেসিই।