পর্তুগালের নতুন কোচ হতে যাচ্ছেন মার্টিনেজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩, ০৫:২৯ পিএম
পর্তুগালের নতুন কোচ হতে যাচ্ছেন মার্টিনেজ

 ফার্নান্দো সান্তোস বিদায় হওয়ার পর পর্তুগাল তাদের নতুন কোচ খুঁজছিল। রবার্তো মার্টিনেজ পর্তুগাল জাতীয় দলের নতুন প্রধান কোচ হওয়ার জন্য মৌখিক চুক্তিতে পৌঁছেছেন।

৪৯ বছর বয়সী স্প্যানিয়ার্ডের নিয়োগ আগামী সপ্তাহের শেষের দিকে চূড়ান্ত হওয়ার পথে।

মার্টিনেজ ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবলে একজন ফ্রি এজেন্ট ছিলেন। কাতার ২০২২ সালের বিশ্বকাপের পর বেলজিয়ামের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। বেলজিয়াম গ্রুপ পর্বে মরক্কো ও ক্রোয়েশিয়ার পেছনে পড়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ।

মার্টিনেজ ২০১৬ সালের আগস্ট মাস থেকে বেলজিয়ামের দায়িত্ব নিয়েছিলেন। দেশটিকে ২০১৮ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন এবং ইউরো ২০২০ এর কোয়ার্টার ফাইনাল পর্বে নিয়ে গিয়েছিলেন।

সাবেক এভারটন ম্যানেজার পর্তুগাল দলের দায়িত্ব নিতে প্রস্তুত। ফার্নান্দো সান্তোস মরক্কোর কাছে পর্তুগালের বিদায়ের পর দল ত্যাগ করেন। দলের সাথে আট বছর থাকার পর তিনি দায়িত্ব ছেড়ে দেন।

Link copied!