• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৬ রবিউল আউয়াল ১৪৪৫

‘সাংবাদিক’ নাসুমকে মাহমুদউল্লাহ বললেন, ভারত তার সেকেন্ড হোম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩, ০২:২৭ পিএম
‘সাংবাদিক’ নাসুমকে মাহমুদউল্লাহ বললেন, ভারত তার সেকেন্ড হোম
আইসিসি মিডিয়া ডে।

দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। ৫ অক্টোবর ভারতের মাটিতে বসছে এবারের আসর। সময় বাকি আছে আর মাত্র দুইদিন। এরই মাঝে দলগুলো পৌঁছে গেছে ভারতে। চলছে প্রস্তুতি। বসে নেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও(আইসসি)। আয়োজন করছেন দলদের নিয়ে মিডিয়া ডে। সেই ডেতে দেখা যায় মূল খেলার আগে টাইগার ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে আছেন। মঙ্গলবার সকালে আইসিসি প্রকাশ করে বাংলাদেশের ফটোসেশনের সময়ের একটি ভিডিও। 

সেখানে ‘সাংবাদিকের’ ভূমিকা দেওয়া হয় স্পিনার নাসুম আহমেদকে। মাইক্রোফোন হাতে শুরুতে ‘খুব চিন্তায়’ থাকলেও পরে ঠিকই তিনি সামলেছেন দারুণভাবে। পেসার শরিফুল ইসলাম, হাসান মাহমুদদের দেখা যায় ভিডিওতে। 

এরপর নাসুম যান মেহেদী হাসান মিরাজের কাছে। ভারতে খেলা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি ভালো বোধ করছি। এখানে অনেকবার এসেছি। ভারতে অনেক ম্যাচ খেলেছি। আমি খুশি এখানে এসে।”

মিরাজের কথা বলার সময় তাকে ‘বিভ্রান্ত’ করার চেষ্টা করছিলেন নাজমুল হোসেন শান্ত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একসঙ্গে খেলেছেন তারা। এখন দুজনেই দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। দুজনের খুঁনসুঁটি ফুটে উঠে আইসিসির ভিডিওতেও। ‘সে আমাদের সহ-অধিনায়ক’ বলে কথা বলতে শান্তকে মাইক্রোফোনের সামনে আনতে চাইলেও পারেননি মিরাজ। 

তখন চা খাচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। নাসুম উপস্থাপকের ভূমিকা নিয়ে তার কাছে যান। জানান, রিয়াদকে চা বানিয়ে খাওয়ান তিনিও। নাসুমের চা ’যেকারো চেয়ে ভাল’ স্বীকৃতি দেন রিয়াদ। 

এরপর ভারতে খেলার অভিজ্ঞতা জানিয়ে রিয়াদ বলেন, “ভারত আমাদের দ্বিতীয় ঘরের মতো। এখানকার খাবার ও চা অসাধারণ। এখানে ফিরতে পারাটা ভালো ব্যাপার।”

ভিডিওর শেষে অধিনায়ক সাকিব আল হাসানের কাছে যান নাসুম। তিনি অবশ্য হাসতে হাসতে বলেন,  “আমি কিছু বলতে চাই না, কোনো মন্তব্য নেই। ”

Link copied!