এশিয়া কাপকে সামনে রেখে মিরপুরে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতিমূলক অনুশীলন ক্যাম্প। তবে দলটির সঙে অনুশীলনে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। কারণ বাংলাদেশ দলের এশিয়া কাপ স্কোয়াডে কিংবা ৩ জনের স্ট্যান্ডবাই ক্রিকেটারে তালিকায়ও নেই রিয়াদ। তবে, এশিয়া কাপ স্কোয়াডে না থাকলেও বিশ্বকাপের ভাবনায় আছেন তিনি। সেই কারণে চলমান এশিয়া কাপের প্রস্তুতিমূলক ক্যাম্পে দেখা মিলল মাহমুদউল্লাহর। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। এই ক্যাম্প থেকেই নেয়া হবে বিশ্বকাপের প্রস্তুতি। যে কারণে ক্যাম্পে অবস্থান করছিলেন তিনি।
তবে বুধবার অনুশীলনে ফিরেছেন রিয়াদ। এদিন অবশ্য জাতীয় দলের ক্রিকেটাররা রয়েছেন বিশ্রামে। এমন দিনে দুপুর দুইটার দিকে মিরপুরে আসেন তিনি। এরপর মূল মাঠে রানিং ও ফিল্ডিং অনুশীলনের পর একাডেমি মাঠে অনুশীলন করেছেন মাহমুদলউল্লাহ রিয়াদকে।
এর আগে গেল সোমবার জাতীয় দলের ২৫ ক্রিকেটার ভারতে যাবার ভিসা আবেদন করেছেন, সেখানেও ছিলেন না রিয়াদ। তবে খোঁজ নিয়ে জানা যায়, পারিবারিক কারণে ক্যাম্পে নেই তিনি। মূলত, মায়ের অসুস্থতার কারণে অনুশীলনে যোগ দিতে পারছেন না রিয়াদ।
যদিও কয়েকদিন ধরেই জাতীয় দলের বাইরেও বেশ কয়েকজন ক্রিকেটারকে অনুশীলন করতে দেখা গেছে। এর মধ্যে চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা তামিম ইকবালও আছেন। সৌম্য সরকার, সাইফ হাসানদেরও দেখা যাচ্ছে এসব অনুশীলনে। ডেভেলপমেন্ট কোচ সোহেল ইসলামের অধীনে অনুশীলন করছেন তারা।