• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশের বিপক্ষে হারাটা আপসেট ঘটনা হবে না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০৫:৪১ পিএম
বাংলাদেশের বিপক্ষে হারাটা আপসেট ঘটনা হবে না
পরশ মামব্রে ভারতয়ি বোলিং কোচ। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে বিশ্বকাপ। ১২ বছর পর ভারতীয়রা স্বপ্ন দেখছেন তৃতীয় শিরোপা জয়ের। তাদের সেই স্বপ্ন যাত্রাটা শুরু হয়েছেও দারুণ। এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে রোহিত শর্মার দল। এবারের আসরে প্রথম তিন ম্যাচে তাদের সামনে পাত্তাই পাইনি অস্ট্রেলিয়া-আফগানিস্তান ও পাকিস্তান। চতুর্থ ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। যাদের সঙ্গে শেষ দেখায় এশিয়া কাপে হেরেছিল রাহুল দ্রাবিড়ের দল। তাই বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছেন না ভারতীয় বোলিং কোচ পরশ মামব্রে।

ম্যাচের আগের দিন সবারই আশা ছিল সংবাদ সম্মেলনে আসবেন অধিনায়ক রোহিত শর্মা কিংবা কোচ রাহুল দ্রাবিড়, তবে সবাইকে হতাশ করে আসেন ভারতীয় বোলিং কোচ পরশ মামব্রে। সেখানেই তিনি বলেন বাংলাদেশের বিপক্ষে লড়াইটা সহজ হবে না তা?

মামব্রে বলেন, “সত্য বলতে আপনি যখন বিশ্বকাপ খেলবেন, প্রতিটা দলই চ্যালেঞ্জ জানাবে। আমাদের দিক থেকে কোনো দলই কোনো দলকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। যেকোনো কিছু হতেই পারে। কিন্তু আমাদের দিক থেকে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। কারণ আমরা একমাত্র দল যারা নয়টা দল ও নয়টা আলাদা জায়গায় খেলবো। যেটা আমাদের আলাদা চ্যালেঞ্জ দেবে। আমরা এর জন্য প্রস্তত থাকতে চাই। প্রতিপক্ষ বাংলাদেশ বা নেদারল্যান্ড হতে পারে, আমরা তাদেরকে একই রকম গুরুত্ব দিচ্ছি।”

বিশ্বকাপের শুরু থেকেই ফেভারিটরাই জয় পাচ্ছিল। কিন্তু গত রোববার (১৫ অক্টোবর) বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম আপসেটটা ঘটান আফগানিস্তান। আর তার থেকেও বড় অঘটন ছিল উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে গতকাল(মঙ্গলবার) হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস।

বাংলাদেশের বিপক্ষে যদি ভারত হেরে যায় তাহলে সে হারটাকে কীভাবে দেখবেন এমন প্রশ্নের উত্তরে ভারতীয় বোলিং কোচ বলেন, “এটা একটা খেলা। যাই ফল আসুক, পরিকল্পনা অনুযায়ী সক্ষমতার সেরা প্রয়োগ যে করবে সেটা হবে। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। একটু আগে যেমন বলেছি প্রতিটা ম্যাচ ও প্রতিপক্ষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ওই দিকটাতে দেখছিই না আপসেট হবে কি না। আমরা নজর দিচ্ছি কী করতে পারি ও এই ম্যাচ থেকে কী অর্জন করা যায়। আমাদের পরিকল্পনা আছে, সেটা প্রয়োগ করতে পারলে জিতবো। এটা নিয়েই দলের মধ্যে কথা হচ্ছে। প্রতিপক্ষ নিয়ে কিছু না।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!