• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাপানি ফুটবলারকে দলে ভেড়াল লিভারপুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ০৮:৩৪ পিএম
জাপানি ফুটবলারকে দলে ভেড়াল লিভারপুল
ছবি: সংগৃহীত

ওয়াটারু এন্ডো, ৩০ বছর বয়সী এই জাপানি ‍ফুটবলারকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। শুক্রবার (১৮ আগস্ট) এই ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে চুক্তি সাক্ষর করে লিভারপুল।

জার্মান ক্লাব স্টুটগার্ট থেকে ওয়াটারুকে কিনতে ১৯ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে লিভারপুলকে। এন্ডোর সঙ্গে অল রেডদের চুক্তি হয়েছে ২০২৭ সালের জুন নাগাদ।

২০১০ সালে সিনিয়র ক্লাব ফুটবলে যাত্রা শুরু হয়েছিল ওয়াটারুর। জাপানের শোনান বেলমারে থেকে কয়েকটি ক্লাব ঘুরে ২০২০ সালে স্টুটগার্টে নাম লেখান তিনি। ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৩৯ ম্যাচ খেলে ৪৭ গোল ও ২৮ অ্যাসিস্ট করেছেন এ ফুটবলার।

ওয়াটারুসহ লিভারপুল এ মৌসুমে তিনজন ফুটবলার কিনেছে। এরমধ্যে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আলেক্সিস ম্যাক অ্যালিস্টারও। লোন থেকে ফেরা ফুটবলারের সংখ্যাও ৩, তারা আবার ধারে খেলতে চলেও গেছেন। বিপরীতে ক্লাব ছেড়েছেন প্রায় জনা দশেক তারকা।

লিভারপুল ছেড়ে যাওয়া বড় তারকাদের মধ্যে আছেন রবার্তো ফিরমিনো, জর্ডান হ্যান্ডারসন, ফ্যাবিনহো, নাবি কেইটা, আলেক্স চ্যাম্বারলিন, ফ্যাবিও কারভালহোরা। এদের মধ্যে প্রথম তিনজন গেছেন সৌদি আরবের বিভিন্ন ক্লাবে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!