• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

আইপিএলে ছুটি বাড়লো লিটনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০৪:২৫ পিএম
আইপিএলে ছুটি বাড়লো লিটনের
ছবি: সংগৃহীত

আইপিএল খেলতে ভার‍ত পৌঁছে গেছেন বাংলাদেশি ব্যাটার লিটন কুমার দাস। প্রাথমিকভাবে আগামী ২ মে পর্যন্ত আইপিএল খেলার জন্য ছুটি পেয়েছিলেন তিনি। তবে সর্বশেষ খবর অনুযায়ী বিসিবি তার ছুটি বাড়িয়েছে।

সোমবার (১০ এপ্রিল) বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেন। তবে মোস্তাফিজুর রহমানের ছুটি আগের মতোই আছে।

তিনি বলেন, “লিটন দুই দিন ছুটি বাড়িয়ে নিয়েছে, মুস্তাফিজ সময় মত যোগ দেবে। এছাড়া নিক পোথাস (সহকারী কোচ) যোগ দেবে ইংল্যান্ডে।”

আগামী মে মাসে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১২ এবং ১৪ মে।

Link copied!