• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

ইনজুরির কবলে ভারত-পাকিস্তান, যেমন হবে একাদশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ০৬:৪৬ পিএম
ইনজুরির কবলে ভারত-পাকিস্তান, যেমন হবে একাদশ

এশিয়া কাপ টুর্ণামেন্ট শুরুর আগেই চোট নিয়ে ছিটকে গেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিম। গ্রুপ পর্বে চোট পাওয়ায় ভারত ম্যাচে খেলতে পারবেন না পেসার শাহনেওয়াজ দাহানি। এক কথায় চোটের কবলে পড়ে বিদ্ধস্ত পাকিস্তান। তাই একাদশে পরিবর্তন আনতেই হচ্ছে তাদের। পেসার মোহাম্মদ হাসনাইন এবং হাসান আলীর একজন ঢুকবেন একাদশে।

অন্যদিকে চোট পেয়ে মাঠের বাইরে ভারতীয় স্পিন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। এমনকি বিশ্বকাপেও খেলতে পারবেন না তিনি। কারণ চোট সাড়াতে অস্ত্রোপচারের টেবিলে বসতে হবে জাদেজাকে। তার জায়গায় একাদশে ঢুকতে পারেন অক্ষর প্যাটেল। জ্বরের কারণে অনুশীলনে করেননি আবেশ খান। দুই ম্যাচেই খরুচে বোলিং করেছেন তিনি। একাদশের বাইরে থাকতে হতে পারে তাকেও।

ভারতীয় টিম ম্যানেজমেন্টের আরেকটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ছয়ে ব্যাটিং করার বিবেচনায় তারা দিনেশ কার্তিককে রাখবে নাকি ঋষভ পান্তকে। এছাড়া একাধিক ম্যাচ হয়ে যাওয়ায় দুবাইয়ের ধীর উইকেটে তিন স্পিনার নাকি চার পেসার এই দ্বন্দ্বেও পড়তে হবে রোহিত শর্মার।

সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের জন্য আর্শীবাদ। মরুর দেশে সব মিলিয়ে ভারতের বিপক্ষে ৩০ ম্যাচ খেলে ২০ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত। সব মিলিয়ে দুই দল ১০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ভারত জয় পেয়েছে আটটিতে।

অন্য ম্যাচের মতোই দুবাই স্টেডিয়ামের উইকেট পরে ব্যাট করা দলের সুবিধা এনে দেবে। গরম থাকবে, দ্বিতীয় ইনিংসে থাকবে শিশিরের প্রভাব। টস জয়ী দল তাই শুরুতে বোলিং করার সিদ্ধান্তকেই বেশি অগ্রাধিকার দেবে। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ভারত-পাকিস্তানের এই মহারণ।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্ডিক পান্ডিয়া, ঋষভ পান্ত, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, রবিশচন্দন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অর্শদ্বীপ সিং।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতেখার আহমেদ, খুশদীল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হ্যারিস রউফ, নাসিম শাহ, হাসান আলী।

Link copied!