• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

ভারতের ধারাবাহিকতা নাকি শ্রীলঙ্কার ইতিহাস


পার্থ প্রতীম রায়
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২, ১০:১০ পিএম
ভারতের ধারাবাহিকতা নাকি শ্রীলঙ্কার ইতিহাস

সিলেট থেকে: নারী এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। সর্বশেষ আসরে বাংলাদেশের কাছে শিরোপা হারানো দলটির সামনে শিরোপা পুনরুদ্ধারের সুযোগ। বিপরীতে দীর্ঘ ১৪ বছর পর ফাইনালে ফিরেছে শ্রীলঙ্কা। কে জিতবে এশিয়া কাপের শিরোপা? সেই প্রশ্নের উত্তর মিলবে শনিবার (১৫ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এর আগে শুক্রবার (১৪ অক্টোবর) সিলেটে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন দুই দলের অধিনায়ক। মূলত সংবাদ সম্মেলনের লক্ষ্যেই মাঠে হাজির হয়েছিলেন তারা। এছাড়া ট্রফির সাথে করেছিলেন ফটোসেশন। অবশ্য সংবাদ সম্মেলন কক্ষের বাইরে লাক্কাতুরা চা বাগানেও ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কাউর। সঙ্গে ছিলেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু।

টুর্নামেন্টের সফল দল হওয়ায় বাজির ঘোড়াটা ভারতের পক্ষেই ধরতে পারেন অনেকেই। তবে অধিনায়ক হারমানপ্রিত অবশ্য পা মাটিতেই রাখছেন। খেলার শুরু থেকেই ইতিবাচক থাকার দিকেই নজর রাখতে চান এই ক্রিকেটার।

সংবাদ সম্মেলনে তাই কিছু করে দেখানোর হুঙ্কারের চেয়ে নিজেদের পা মাটিতে রাখার দিকেই নজর দিয়েছেন হারমান। তিনি বলেন, “যখন আপনি একটা স্ট্যান্ডার্ড তৈরি করে ফেলবেন, তখন আপনার কাছে অনেক প্রত্যাশা থাকবে। এটা আমদের জন্য খুবই গুরত্বপূর্ণ, ধারাবাহিক ক্রিকেট খেলা। আমরা জানি আমরা ইতিহাস গড়েছি তবে আগামীকাল একটা নতুন ম্যাচ। আমাদের সেখানেই থাকতে হচ্ছে, নজরটাও সেদিকে।”

দ্বিতীয় সেমি-ফাইনালে ফলাফল এসেছে ম্যাচের শেষ বলে। ফলে শ্রীলঙ্কার লড়াকু মানসিকতার দিকে ভালোই নজর কেড়েছে হারমানের। তাই তো সমীহ করে চলছে লঙ্কানদের।

বলেন, “আমরা তাদের (শ্রীলঙ্কা) দলে বেশ কিছু ইতিবাচকতা দেখেছি। বিশেষ করে তারা শেষ বল পর্যন্ত হাল ছাড়ে না। তাদের লড়াই দেখাটা সত্যি অসাধারণ। যখন কোনো দল ভালো ক্রিকেট খেলবে তখন আপনিও তাদের কাছ থেকে কিছু না কিছু শিখবেন।”

এদিকে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়ে ফাইনালে খেলার সুযোগ পাওয়া শ্রীলঙ্কা ভারতকে ফেবারিট হিসেবেই রাখতে চায়। ভারতকে ফেবারিট মানলেও দেশের মানুষের জন্য হলেও ভালো ক্রিকেট খেলার দিকে নজর লঙ্কান দলনেত্রী চামারি আতাপাত্তুর।

সর্বশেষ ২০০৮ সালে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার জন্য এটা যে বিশেষ ম্যাচ তা মনে করিয়ে দিতেও ভুল করেননি লঙ্কান দলনেত্রী। তিনি বলেন, “এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ যেহেতু গত ১৪ বছর আমরা এশিয়া কাপের ফাইনাল খেলিনি। আমরা সুযোগটা পেয়েছি, ভারত নিঃসন্দেহে ফেবারিট দল। গত কয়েক সপ্তাহ তারা টানা ভালো খেলছে, বিশেষ করে ইংল্যন্ডে ভালো খেলে এখানে এসেছে। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই কারণ সংবাদ মাধ্যম ও টিভি সম্প্রচারের কারণে দর্শকরাও দেখবে।”

সিলেটের প্রেসবক্সে ভারতীয় নারী ক্রিকেটারদের পারফর্মেন্স নিয়ে তুলনামূলক ভালোই আলোচনা হয়। প্রেসবক্সের বাইরে ক্রিকেটারদের মধ্যেও যে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বিশেষ পরিকল্পনা হয় তা নিশ্চিত।

বড় বড় তারকার নামের ভারের জন্য ভারতের বিপক্ষে মাঠে নামার আগে চাপ নিতে একটুও রাজি নন লঙ্কান অধিনায়ক আতাপাত্তু।

বরং, পরিকল্পনাতে অটুট থেকে মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রতিই নজর তার। বলেন, “ভারত স্পষ্ট ফেভারিট এই টুর্নামেন্টে। তাদের ভালো মানের খেলোয়াড় আছে বেশ কয়েকজন। কিন্তু অধিনায়ক হিসেবে আমি আসলে কোনো চাপ অনুভব করতে চাই না আগামীকালকের ম্যাচের জন্য। এই ম্যাচে যারা ভালো ক্রিকেট খেলবে, ভুল কম করবে তারাই জিতবে। আমরা আমাদের পরিকল্পনাতেই থাকতে চাই।”

Link copied!