ভারতীয় বোলারদের দাপটে আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৬৯ রানেই গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ডের মেয়েরা। মামুলি লক্ষ্য তাড়া করতে মাত্র তিন উইকেট হারিয়েছে ভারতের মেয়েরা।
প্রথমবারের মতো আয়োজিত অনুর্ধ-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে সাত উইকেটের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে ভারত।
রোববার (২৯ জানুয়ারি) টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড।ভারতীয় বোলারদের তোপে ত্রাহিদশা অবস্থা হয়ে গিয়েছিল ইংলিশ মেয়েদের।
২২ রানেই চার উইকেট হারানো ইংলিশদের পক্ষে পাঁচ নম্বরে নামা রায়ানা ৩ চারে খেলেন দলের পক্ষে খেলেছেন সর্বোচ্চ ১৯ রানের ইনিংস। শেষদিকে অ্যালেক্সা ও সোফিয়ার লড়াকু ১১ রানের ইনিংসে দলীয় স্কোর ৫০ পার হয় ইংল্যান্ডের। শেষ পর্যন্ত ২.৫ ওভার বাকি থাকতেই ৬৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। ২০ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার শেফালি ভর্মা ও শ্বেতা শেহরায়াট।
তবে শুরুতে জোড়া উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি ভারতের। তৃতীয় উইকেট জুটিতে ৪৬ রান যোগ করেন সৌম্য ও তৃষা। জয় থেকে তিন রান দূরে থাকতে ব্যক্তিগত ২৪ রানে ফেরেন সৌম্য।
হৃষিতা বসুকে নিয়ে বাকি পথ সহজেই পাড়ি দেন সৌম্য। শেষ পর্যন্ত ৩৭ বলে তিন চারে ২৪ রানে অপরাজিত থাকেন সৌম্য।