এবারের ভারত সফরে এখন পর্যন্ত কোন জয় পায়নি বাংলাদেশ। আজ শনিবার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হায়দরাবাদের বাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এতে সান্জু স্যামসনের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৯৮ রানের পাহাড়সম টার্গেট দিয়েছে ভারত। ভারত ৬ উইকেটে ২৯৭ রান তুলেছে। স্যামসন ৪৭ বলে ১১টি চার ও ৮টি ছক্কায় করেন ১১১ রান। আর সূর্যকুমার যাদব ৩৫ বলে ৮টি চার ও ৫টি ছক্কায় ৭৫ রান করেন। বাংলাদেশের তানজিম সাকিব ৩টি এবং মোস্তাফিজ, মাহমুদউল্লাহ ও তাসকিন আহমেদ ১টি করে উইকেট লাভ করেন। এরআগে, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত ৮৬ রানে জয়লাভ করে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত জেতে ৭ উইকেটে। দুই দল এ পর্যন্ত ১৬ বার টি-টোয়েন্টি ক্রিকেটে পরস্পরের বিপক্ষে খেলেছে। তার মধ্যে ভারত ১৫ বার জিতেছে। বাকি একবার জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের আগে ভারত ২-০ ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করে।
