বেশ কিছু দিন আগে থেকেই ভারতের বিভিন্ন মিডিয়া প্রচার করে আসছিল যে, বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে কয়েকজন তারকা খেলোয়াড়কে বিশ্রামে রাখবে তাদের ক্রিকেট বোর্ড। লক্ষ্য, ভবিষ্যতে যাতে করে শক্তিশালী দলের সঙ্গে ভালো দল গঠন করা যায়। তাছাড়া, বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করাও তার একটা বড় কারণ।
কিন্তু বাংলাদেশ যখন পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নেয় তখন তারা নড়েচড়ে বসেছে। বলা হচ্ছিল, জসপ্রীত বুমরাহকে অবশ্যই দলের বাইরে রাখবেন ভারতের নির্বাচকমণ্ডলী। মোহাম্মদ শামি ইনজুরি কাটিয়ে হালকা অনুশীলন শুরু করলেও তাকে এখনই মাঠে নামানো যাবে না। শামির বিষয়ে কথা ঠিক রাখলেও বুমরাহকে আর বাইরে রাখার সাহস দেখাতে পারলো না ভারত ৷
বাংলাদেশের বিপক্ষে সিরিজকে কোনভাবেই খাটো করে আর দেখছে না স্বাগতিক ভারত। তারা বাংলাদেশের সঙ্গে প্রথম টেস্ট ম্যাচের জন্য যে দলটি ঘোষণা করেছে, সেটা তাদের অন্যতম সেরা দল। অর্থাৎ, বাংলাদেশের বিপক্ষে ভারত সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করবে।
রোহিত শর্মার নেতৃত্বে তাদের দলে বিরাট কোহলি, যশস্বী জয়সোয়াল, বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন, লোকেশ রাহুল, ঋশভ পন্থসহ নামীদামী সব টেস্ট খেলোয়াড়ই আছেন।
বাংলাদেশ যেভাবে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট জিতে নিয়েছে, তাতে যে কোন দলেরই চমকে উঠার কথা। ২৬ রানে ৬ উইকেট পতনের পর লিটন দাসের সেঞ্চুরিতে উল্টো ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে আনার ঘটনায় আর যে কোন দেশ টেনশনে না পড়ুক, ভারত পড়বেই। কারণ, ভারতই একমাত্র দেশ যারা পাকিস্তানের মাটিতে খেলার সাহস রাখতে পারে না। সেখানে বাংলাদেশ চমক দেখিয়ে সিরিজ জিতেছে।
সবমিলে, বাংলাদেশ নিয়ে ভারত মুখে যতই তুচ্ছতাচ্ছিল্য করুক, অন্তরে ঠিকই একটা ভয় কাজ করছে তাদের। ফলে তারা শক্তিশালী দলই ঘোষণা করেছে।
ভারতের প্রথম টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋশভ পন্থ, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরাহ ও যশ দয়াল।