শিরোপা ধরে রাখার মিশনে নেমে টানা দুই ম্যাচ হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে হারের পর সিলেটের বিপক্ষে হারের তেতো স্বাদ পেতে হয়েছে তাদের। তবে এই ম্যাচে দুর্দান্ত ফিফটি হাঁকিয়ে আলোচনায় এসেছেন কুমিল্লার উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি।
বিপিএলে এটাই তার প্রথম পঞ্চাশোর্ধ ইনিংস। তবে ফিফটি করে ভালো লাগলেও দল হারায় খারাপ লাগার পরিমাণটা বেশি বলে জানিয়েছেন জাকের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকের বলেন, “প্রথম ফিফটি (বিপিএলে) অবশ্যই ভালো লাগতেছে। ম্যাচটা জিতলে অবশ্য আরও ভালো লাগতো। অ্যাকচুয়ালি সবাই তো আমরা ম্যাচ জেতার জন্যই খেলি। আমার মনে হয় ফিফটিটা কাজে লাগতো যদি আমরা ম্যাচ জিততে পারতাম।”
মিরপুরের উইকেটে প্রথমে ব্যাটিং করাটা কঠিন বলে মত জাকেরের। এছাড়া নিজেদের সংগ্রহে কিছু রান কম হওয়ার আক্ষেপও শোনা গেছে তার কণ্ঠে। এক্ষেত্রে স্লগে আরও আক্রমণাত্মক না করতে পারায় দায়ও নিজের কাঁধে নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
“ফার্স্ট ইনিংসে ব্যাটিং করা সবসময় কঠিন। দল হিসেবে আমরা ১৫-২০ রান শর্ট ছিলাম। স্পেশালি আমিও স্লগে এতোটা রান করতে পারিনি। আমি অন্তত আরো দুইটা ছয় মারতে পারলে ইজি হয়ে যেত। যেহেতু আমি সেট ছিলাম” যোগ করছেন জাকের।
অনেক দিন ধরেই ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন জাকের। যেখানেই খেলছেন সেখানেই ধারাবাহিকভাবে রান করেছেন তিনি। বিপিএলের জন্য কুমিল্লা দলে যোগ দেওয়ার পরই দলের সবাই রান করতে আত্মবিশ্বাস জুগিয়েছেন বলে জানান তিনি।
জাকের আরও বলেন “আমি টিমে আসার পর থেকে সবাই এতো বুস্ট আপ করতেছে, ‘তুই অনেক ফর্মে আছিস’, ইভেন প্রাকটিস ম্যাচেও আমি ভালো খেলছি। ইমরুল ভাইও বলেছে, ‘তুমি ব্যাটিংয়ে গেলে এমনিতেই রান হবে। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে।’ এই কথা গুলো খেলোয়াড় হিসেবে অনেক আগায় দেয়। এই ছোট ছোট কথাগুলো খেলোয়াড়দের অনেক বুস্ট আপ করে দেয়।”