• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সাকিবের ক্রিকেট নিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই: বুলবুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৮:০৪ পিএম
সাকিবের ক্রিকেট নিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই: বুলবুল
সাকিব আল হাসান ও আমিনুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক তারকা ব্যাটার আমিনুল ইসলাম বুলবুল। দেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল। তিনি ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে ১৪৫ রান করেছিলেন। যা ইতিহাস হয়ে আছে। সেই বুলবুল এবার বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিয়ে কথা বলেছেন ক্রিকফ্রেন্জাই এর সঙ্গে এক স্বাক্ষাৎকারে।

বুলবুল বলেন, ‘আমি যে লেভেলের খেলোয়াড়, সেখানে সাকিবের ক্রিকেট সম্পর্কে বলার অধিকার আমার নেই। ব্যক্তি সাকিব ও রাজনৈতিক সাকিব এক নয়। সাকিব দীর্ঘদিন বিশ্বের সেরা অলরাউন্ডার ছিলেন। ক্রিকেটে তার অবদান অনেক বেশি। নানা প্রতিকূলতার মধ্যে সে যেভাবে পারফর্ম করেছেন, তা দারুণ।’

সাবেক এই টেস্ট তারকা আরও বলেন, ‘আমার মনে হয়, যারা দেশকে প্রতিনিধিত্ব করেন, তাদের কোনো দলের সঙ্গে সম্পৃক্ত হওয়া উচিত নয়। আমার মনে হয়, সাকিব রাজনীতিতে জড়িয়ে ভুল করেছে। ক্রিকেটার সাকিব ব্রিলিয়ান্ট। বাট রাজনীতিবিদ সাকিব, আই হ্যাভ নো কমেন্টস।’

বুলবুল বলেন, ‘তবে ক্রিকেট বোর্ড তার (সাকিব) ব্যাপারে ভালো পদক্ষেপ নেয়েছে বলে আমি মনে করি। সাকিবের বিষয়ে তারা সেভ রোল প্লে করেছে।’

টানা প্রায় দশ বছর সাকিব বিশ্ব ক্রিকেটে তিন ফরম্যাটেই সেরা ৫ জনের মধ্যে ছিলেন। সেই সাকিব জীবনের শেষ টেস্ট ম্যাচটা দেশের মাটিতে খেলতে পারেননি। রাজনৈতিক কারণে মামলায় জড়িয়ে পড়েন তিনি। ফলে তার দেশে ফেরা কঠিণ হয়ে পড়েছে।

 

 

 

খেলা বিভাগের আরো খবর

Link copied!