• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

সাকিব ভাইয়ের শূন্যতা পূরণের আশা রাখি: হৃদয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ০৪:৪০ পিএম
সাকিব ভাইয়ের শূন্যতা পূরণের আশা রাখি: হৃদয়
সাকিব আল হাসান (ডানে) ও তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। আগামীকাল রোববার রাতে গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

তবে ভারতের বিপক্ষে এই সিরিজে থাকছেন না সাকিব আল হাসান। টেস্ট সিরিজ চলাকালীন ঘোষণা দেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার।

সাকিব না থাকায় একটি বড় শূন্যতা তৈরি হয়েছে বাংলাদেশ দলে। তবে তা ভালোভাবে পূরণের আশ্বাস দিলেন দলের অন্যতম সেরা ব্যাটার তাওহীদ হৃদয়।

শনিবার সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে।’

তিনি বলেন, ‘সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে (জাতীয় দল) একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।’

১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। সাকিবের অভাব পূরণে তার ওপরই দলের আস্থাটা বেশি থাকছে। 

হৃদয় বলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটা হলো…অবশ্যই উনি যেহেতু এত দিন ছিলেন, এখন একটু মানিয়ে নিতে সমস্যা হবে, একাদশ সাজাতে একটু সমস্যা হবে। কারণ, সাকিব ভাই দুই দিক থেকে (ব্যাটিং–বোলিং) ভালো সমন্বয় এনে দিতেন। আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি। আশা করব, মিরাজ যেন ওই জায়গাটায় দ্রুত মানিয়ে নেয়।’

গোয়ালিয়রে আন্তর্জাতিক ক্রিকেটই ফিরছে ১৪ বছর পর। দুদিন অনুশীলনের পর উইকেট গতি কিংবা বাউন্স খুব বেশি থাকবে না বলেই ধারণা হৃদয়ের।

উইকেট নিয়ে হৃদয় বলেন, ‘প্রথমত, এখানে পারফর্ম করার খুবই ভালো সুযোগ আছে আমাদের। অবশ্যই আমরা জয় ছাড়া কিছু ভাবছি না। আমরা এখানে দুদিন অনুশীলন করেছি। এখানকার উইকেট নিচু ও মন্থর গতির। মাঠকর্মীর থেকে তথ্য পেয়েছি এখানে উইকেট মন্থর হবে। তবে আমরা চেষ্টা করব নিজেদের পরিকল্পনা মতো খেলার।’

Link copied!