• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক হারুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ০৭:১০ পিএম
পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক হারুন
ছবি: সংগ্রহীত

জাতীয় দলের জন্য হারুন রশিদকে প্রধান নির্বাচক হিসেব দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই নিয়ে দ্বিতীয়বারের মতো প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন রশিদ।

সোমবার (২৩ জানুয়ারি) প্রধান নির্বাচক হিসেবে হারুনের নাম ঘোষণা করেন কিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। তবে নির্বাচক প্যানেলের নাম এখনও জানায়নি পিসবিবি।

১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পাকিস্তানের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ৬৯ বছর বয়সী হারুন। এ সময়ে পাকিস্তানের হয়ে ২৩ টেস্ট ও ১২ ওয়ানডে খেলেছেন তিনি।

এর আগে প্রথম দফায় ২০১৫ ও ২০১৬ সালে পাকিস্তানের প্রধান নির্বাচক ছিলেন তিনি। এবার নির্বাচক হতে পিসিবির ম্যানেজমেন্ট কমিটির সদস্যপদটি ছাড়তে হবে হারুনকে।

এর আগে গত ২৪ ডিসেম্বর অন্তবর্তীকালীন প্রধান নির্বাচক হিসেবে শহীদ আফ্রিদিকে দায়িত্ব দিয়েছিলেন নাজাম শেঠি। আফ্রিদিকেই চূড়ান্ত দায়িত্ব দেওয়া হবে বলেও গুঞ্জন ছিল।

কিন্তু নিজের ফাউন্ডেশনের জন্য সময় দিতে পারবেন না বলে নিজেই প্রধান নির্বাচকের পদ ছেড়ে দিয়েছেন আফ্রিদি। এবার তার স্থলাভিষিক্ত হচ্ছেন হারুন।

নির্বাচক হিসেবে হারুনের প্রথম সিরিজ চলতি বছরের মার্চে আফগানিস্থানের বিপক্ষে। ওই সিরিজেই প্রধান নির্বাচক হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব পালন শুরু করবেন তিনি।

Link copied!