• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

মার্কিন মুলুকের ক্রিকেটে গোলাম নওশের প্রিন্স


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ০২:৩২ পিএম
মার্কিন মুলুকের ক্রিকেটে গোলাম নওশের প্রিন্স

দিনকে দিনকে বেড়েই চলেছে মার্কিন ক্রিকেটের পরিধি। এরই অংশ হিসেবে মার্কিন ক্রিকেটের সাথে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার গোলাম নওশের প্রিন্স।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন ক্রিকেটের সাথে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন গোলাম নওশের প্রিন্স। সেখানে ক্রিকেট কমিটিতে কাজ করবেন তিনি।

নিয়োগ করে প্রিন্স বলেন, “নিয়োগ পেয়ে সত্যিই বিনীত। আমার ওপর আস্থা রাখায় ধন্যবাদ ইউএসএ ক্রিকেট। আমি আপনাদের ও আমেরিকান ক্রিকেট ভক্তদের হতাশ করবো না। ক্রিকেটের প্রত্যেকটি স্তরে উন্নতি করতে মুখিয়ে আমি।”

“বছরের পর বছর, বিশেষ করে গত দুই বছর দেশে আমাকে যারা সমর্থন দিয়ে এসেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।”- বলেন প্রিন্স।

মার্কিন ক্রিকেট বোর্ডও প্রিন্সকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, “আনন্দের সঙ্গে জানাচ্ছি ইউএসএ ক্রিকেট কমিটির সদস্য হিসেবে ইউএসএ ক্রিকেট বোর্ড আপনাকে নিযুক্ত করেছে।”

তারা বিবৃতিতে আরো জানায়, “আশা করি, সাবেক বাংলাদেশি ক্রিকেটার ও সাবেক নির্বাচক কমিটির সভাপতি হিসেবে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে আপনার জ্ঞান ও অভিজ্ঞতার ভান্ডার নিয়ে আসবেন এবং প্রতিষ্ঠানকে সাহায্য করবেন। যুক্তরাষ্ট্রের ক্রিকেটের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করায় ধন্যবাদ।”

Link copied!