• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

সাফ চ্যাম্পিয়নশিপ ক্যাম্প শুরুর আগে ৫ জন বাদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৪, ২০২৩, ০১:৫৯ পিএম
সাফ চ্যাম্পিয়নশিপ ক্যাম্প শুরুর আগে ৫ জন বাদ

প্রায় তিন সপ্তাহ আগে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ৩৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল। আগামী কাল (৫ জুন) থেকে শুরু হবে ক্যাম্প। তার আগে ৩৫ থেকে খেলোয়াড় নামিয়ে আনা হয়েছে ৩০ এ।

বাদ গেছেন- ডিফেন্ডার ইয়াসিন আরাফাত এবং মুরাদ হোসেন। মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবু সাইদ ও মেহেদী হাসান রয়েল।

বসুন্ধরা কিংসের মাঠ অ্যারেনায় কাল থেকে শুরু হবে অনুশীলন। ১০ জুন পর্যন্ত অনুশীলন চলবে। তারপর দল যাবে কম্বোডিয়ায়। কম্বোডিয়ায় ১৫ জুন প্রীতি ম্যাচ খেলে ভারতের বেঙ্গালুরুতে রওনা দেবে বাংলাদেশ দল। সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচ ২২ জুন, লেবাননের বিপক্ষে। ২৫ ও ২৮ জুন খেলবে মালদ্বীপ এবং ভুটানের বিপক্ষে।

বাংলাদেশ স্কোয়াড

আনিসুর রহমান, মিতুল মারমা, শহিদুল আলম, মেহেদী হাসান শ্রাবণ, কাজী তারেক রায়হান, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন, তপু বর্মণ, ঈশা ফয়সাল, মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মাশুক মিয়া, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, শাহরিয়ার  ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, সাজ্জাদ হোসেন, শেখ মোরছালিন, রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ, এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুল রহমান সজীব।

Link copied!