• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬
প্যারিস অলিম্পিক

পুরুষ ও নারী বিভাগে পদক জিতে ইতিহাস গড়লেন ফিল্ডম্যান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০৬:৫৪ পিএম
পুরুষ ও নারী বিভাগে পদক জিতে ইতিহাস গড়লেন ফিল্ডম্যান
হেনরি ফিল্ডম্যান। ছবি: সংগৃহীত

অলিম্পিক ইতিহাসে একজন মাত্র খেলোয়াড় পুরুষ ও নারী উভয় বিভাগেই পদক পেয়েছেন।  তিনি ব্রিটেনের হেনরি ফিল্ডম্যান। 

২০২১ সালে টোকিও আসরে পুরুষ বিভাগে রোয়িংয়ে পদক জিতেছিলেন। এবার প্যারিস অলিম্পিকে জিতলেন নারী বিভাগে। 

রোয়িংয়ের নিয়ম অনুযায়ী নারী দলের সঙ্গে থাকতে পারেন একজন পুরুষ কক্স। আবার নারীদের সঙ্গে কক্স হিসেবে একজন নারীও থাকতে পারেন। কক্সের কাজ হলো সহায়কের দায়িত্ব পালন করা। বোটের অভিমুখ ঠিক করেন কক্স। অনেকটা অধিনায়কের কাজ করেন তিনি। 

টোকিও ও প্যারিস আসরে ব্রোঞ্জ পদক জিতেছে ব্রিটেন। সেই সঙ্গে ইতিহাস গড়েন দেশটির খ্যাতিমাম কক্স ফিল্ডম্যান।

Link copied!