• ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৬

যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে সেমির পথে ইংল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৪, ০১:২৩ এএম
যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে সেমির পথে ইংল্যান্ড
মাত্র ১৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আদিল রশিদ। ছবি: সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইটে দুই নম্বর গ্রুপের এক ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে এক পা রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। রোববার ব্রিজটাউনে অনুষ্ঠিত ম্যাচে যুক্তরাষ্ট্রের ১১৫ রানের জবাবে ২০১০ ও ২০২২ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৯.৪ ওভারে বিনা উইকেটে করে ১১৭ রান। যুক্তরাষ্ট্রের নিতিশ কুমার ৩০ ও কোরি এন্ডারসন ২৯ রান করেন। ইংল্যান্ডের ক্রিস জর্ডান ৪টি ও ম্যাচসেরা আদিল রশিদ ২টি উইকেট পান। ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ৩৮ বলে ৬টি চার ও ৭টি ছক্কায় ৮৩ এবং ফিল সল্ট ২৫ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ড এর আগে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলেও পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজকে। যুক্তরাষ্ট্র তিন ম্যাচেই হেরে শেষ করলো বিশ্বকাপ। এই গ্রুপের একটি ম্যাচ বাকি। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, তাহলে তিন দলের পয়েন্ট সমান ৪ করে হবে। তখন নেট রানরেটই হবে সেমিফাইনালে উঠার একমাত্র পথ।

Link copied!