• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

ঈদ আনন্দে মেতেছে বিশ্ব ক্রীড়াঙ্গন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ১০:২৭ এএম
ঈদ আনন্দে মেতেছে বিশ্ব ক্রীড়াঙ্গন

 এক মাস রোজা পালনের পর আজ পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করছেন ইসলাম ধর্মের অনুসারীরা। আজ বাংলাদেশে হলেও গতকাল সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশে ঈদ পালিত হয়েছে। মুসলমানদের এই বিশেষ দিনে  ক্রিকেট, ফুটবলসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পেইজ থেকে জানানো হয় ঈদের শুভেচ্ছা।

ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা লর্ডসের আইডি থেকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ‘বিশ্বজুড়ে যেসব ক্রিকেট–সমর্থক ঈদ উদ্‌যাপন করছেন, সবাইকে ঈদ মোবারক জানাতে চাই আমরা।’

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড লিখেছে, ‘ঈদ মোবারক। সারা বিশ্বে যারা উদ্‌যাপন করছেন, তাদের সবাইকে সুখী এবং আনন্দময় ঈদুল ফিতরের শুভেচ্ছা।’

স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও সামিল হয়েছে ঈদ আনন্দে। তারা আবার শুভেচ্ছা বার্তার একটা অংশ আরবিতেও লিখেছে । তারা লিখেছে, ‌‌‘যারা উদ্‌যাপন করছেন, ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।’ জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের পোস্টের ক্যাপশন, ‘বিশ্বজুড়ে উদ্‌যাপন করা আমাদের সব সমর্থককে ঈদ মোবারক। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।’

ইনস্টাগ্রামে  ইংলিশ ক্লাব লিভারপুল লিখেছে, ‘সারা বিশ্বে উদ্‌যাপন করা আমাদের সমর্থকদের ঈদের শুভেচ্ছা।’ লিভারপুলের প্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার সিটি লিখেছে, ‘পৃথিবী জুড়ে উদ্‌যাপন করা সবাইকে ঈদের শুভেচ্ছা।’

আরেক ইংলিশ ক্লাব চেলসি লিখেছে, ‘সারা বিশ্বে উদ্‌যাপন করা আমাদের সমর্থকদের ঈদের শুভেচ্ছা।’ আর গতকাল ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ম্যানচেস্টার ইউনাইটেড লিখেছে, ‘পৃথিবী জুড়ে উদ্‌যাপন করা সব রেড সমর্থকদের জানাই আনন্দময় ঈদুল ফিতরের শুভেচ্ছা।

এছাড়া অনেক ক্লাব ও ব্যক্তিগতভাবে ফুটবলাররা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বার্তা দিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ডিফেন্ডার অ্যান্টনি রুডিগার, জার্মানির সাবেক ফুটবলার মেসুত ওজিল, ফ্রাঙ্ক রিবেরি, সেনেগালের ফুটবলার সাদিও মানেরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।  

Link copied!