ভোর থেকেই আকাশে মেঘের ঘনঘটা। বৃষ্টি নামবে নামবে করছে, আগের রাতে ইংল্যান্ডের হোয়াইটওয়াশ করার রেশই তো এখনও কাটেনি। তবে এই মেঘাচ্ছন্ন পরিবেশেই পর্দা উঠলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিডিসিএল)।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সোয়া ৯টায় বেলুন উড়িয়ে এবারের আসরের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিসের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক সালাউদ্দিন চৌধুরী ও পৃষ্ঠোপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।
টানা ১১ বছর প্রিমিয়ার লিগে স্পন্সর হলো ওয়ালটন। এবার প্রিমিয়ার লিগের আনুষ্ঠানিক নাম ‘ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২২-২৩।’
উদ্বোধনী দিনে হোম অব ক্রিকেটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামছে প্রথম বিভাগ থেকে উঠে আসা ক্লাব ঢাকা লেপার্ড।
এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছেন শেখ জামাল নুরুল হাসান সোহান। খেলা শুরুর পর ৩.৫ ওভার হতেই হানা দেয় বৃষ্টি, আর তাতে বন্ধ হয় খেলা। তার আগে ঢাকা লেপার্ডের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২০ রান। সাব্বির হোসেন (৭) ও পিনাক ঘোষ (১০) ক্রিজে রয়েছেন।
একই সময়ে নারায়াণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রথম বিভাগ থেকে উঠে আসা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগে ব্যাটিংয়ে নামা অগ্রণীর সংগ্রহ ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ২৯ রান।
তবে দুই মাঠে খেলা হলেও বিকেএসপিতেও বৃষ্টি বাঁধায় খেলাই শুরু হয়নি। বিকেএসপির তিন নম্বর মাঠে এদিন মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও সিটি ক্লাব।