ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ না হতেই আয়ারল্যান্ড চলে এসেছে। দিন কয়েক পর আইরিশদের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ডামাডোলের মধ্যে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। এবারও প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন।
বুধবার (১৫ মার্চ) পর্দা উঠবে এবারের প্রিমিয়ার লিগের। টুর্নামেন্টের উদ্বোধন হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। দেশের ক্রিকেটের দীর্ঘদিনের ছায়াসঙ্গী ওয়ালটন। আর প্রিমিয়ার লিগের নাম বললে তো ওয়ালটনের নাম চলে আসে অবধারিতভাবেই।
এ নিয়ে টানা ১১ বছর প্রিমিয়ার লিগে স্পন্সর হলো ওয়ালটন। এবার প্রিমিয়ার লিগের আনুষ্ঠানিক নাম ‘ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২২-২৩।’
১২ দলের এই টুর্নামেন্টে প্রথম দিনে তিনটি ম্যাচ হবে তিন মাঠে। হোম অফ ক্রিকেটে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রিমিয়ারে নতুন উঠে আসা দল ঢাকা লেপার্ডস।
এছাড়া ফতুল্লায় মুখোমুখি হবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও লেজেন্ডস অব রূপগঞ্জ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বিকেএসপিতে সিটি ক্লাবের সঙ্গে।