• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল ম্যাচের সূচি পরিবর্তন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩, ০৬:০৩ পিএম
বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল ম্যাচের সূচি পরিবর্তন
ছবি: সংগৃহীত

আফগানিস্তান ফুটবল দলের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুইটি হওয়ার কথা ছিল ৪ ও ৭ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায়। তবে ফিফার পরামর্শে ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে। প্রথম ম্যাচের সূচি একদিন এগিয়ে এনে ৩ সেপ্টেম্বর করা হয়েছে। তবে ম্যাচের ভেনু এবং দ্বিতীয় ম্যাচের সূচি অপরিবর্তিত থাকছে। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সব ঠিক থাকলে ৩ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। এই ম্যাচের মধ্যে দিয়ে কিংস অ্যারেনায় আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।

আফগানদের বিপক্ষে এই দুই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল ২০ আগস্ট থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে। ৩২ জন ফুটবলার নিয়ে এই ক্যাম্প শুরু করেন কোচ হাভিয়ের কাবরেরা। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আর্জেন্টিনার ক্লাব সোল ডে মায়োতে খেলেন। যার জন্য তিনি দেশের বাইরে ছিলেন। অধিনায়ক ৩০ আগস্ট বাংলাদেশে এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে বাংলাদেশের। যার জন্য বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য আফগানিস্তানকে আমন্ত্রণ জানায় বাফুফে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ এফসির ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় কিংস অ্যারেনার। এরপর থেকে কিংস অ্যারেনাকে হোম ভেন্যু হিসেবে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র ক্লাব দুইটি ব্যবহার করেছে। এই স্টেডিয়ামে প্রিমিয়ারের লিগের ম্যাচ হলেও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ৩ সেপ্টেম্বরের কিংস অ্যারেনায় আন্তর্জাতিক অভিষেক ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুতি চলছে।

Link copied!