• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

অধিনায়কের বিষয় নিয়ে আলোচনা হয়নি : পাপন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ০৯:৫৭ পিএম
অধিনায়কের বিষয় নিয়ে আলোচনা হয়নি : পাপন
ফাইল ছবি

হুট করেই বড় এক সমস্যার সম্মুখীন হয়ে পরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ ও বিশ্বকাপের মাস দুয়েক আগে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। তাই এখন নতুন করে ওয়ানডে অধিনায়ক খুঁজতে হচ্ছে বিসিবিকে।

দেশের ভক্ত-সমর্থকদের কাছে অবশ্য অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাকিব। কিন্তু বিসিবির ভাবনায় আসলে কে? এ নিয়ে এখনো আলোচনা হয়নি বলে জানালেন নাজমুল হাসান পাপন।  শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় সাকিবই অধিনায়ক হচ্ছেন কি না। জবাবে বোর্ড প্রধান জানান সাকিবকে অধিনায়ক করলে তিনি আরও দুই বছর খেলবেন কি না তা নিয়ে সন্দেহ আছে তার। 

পাপন বলেন, ‘সাকিবের নাম আসা তো অবধারিতই। মানে এটা তো অবধারিত পছন্দ। কিন্তু আপনি কী বলতে পারেন দুই বছর খেলবে সাকিব। জানি না তো, আমাদের জানতে হবে। ওর পরিকল্পনা, ওর সঙ্গে তো কথা বলতে হবে। আমরা আগে একটু জেনে নিই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে, বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে, ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে একটা জিনিস ঠিক, সবচেয়ে সহজ কাজ হচ্ছে সাকিবকে অধিনায়ক করে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই। ’

সাকিবই কি বিসিবির পছন্দ কি না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘এখনও পছন্দ ঠিক করিনি। এটা ঠিক করার আগে ওদের সঙ্গে কথা বলা দরকার যাকে যাকে আমরা করতে চাই। অনেক সময় আছে অনেক ক্রিকেটারকে বললে সে রাজি নাও হতে পারে। ’

অধিনায়ক নিয়ে আলাপ আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখনও আলাপ হয়নি। এটা একটু বিরতি দিয়ে সময় নিয়ে চিন্তা করতে হবে। আগেও যেটা বলেছি, যদি একটা সিরিজ হতো, এশিয়া কাপ তাহলে যে সহ-অধিনায়ক আছে সে চালিয়ে দেবে কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে এখন লম্বা সময়ের জন্য চিন্তা করতে হবে। মানে দুইটা সমস্যা, একটা লম্বা সময়ের চিন্তা করতে গেলে একরকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বকাপ; এটার চাপও কিন্তু কম না। এটা এত সহজ জিনিস না। ’

নেতৃত্বের আলোচনায় সাকিবের সঙ্গে আছেন লিটন কুমার দাস। এই উদ্বোধনী ব্যাটার এখন আছেন সহ-অধিনায়কের দায়িত্বে। তামিমের অনুপস্থিতিতে গত বছর ডিসেম্বরে তার নেতৃত্বেই ভারতকে ওয়ানডে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। সর্বশেষ আফগানিস্তান সিরিজেও অধিনায়কত্ব করেছেন লিটন। তাকে কি অধিনায়ক করা হতে পারে?

পাপন বলেন, ‘এটাও খুব সহজ। আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। কিন্তু একমাত্র ইস্যু হচ্ছে দ্বিপাক্ষীক খেলা এক জিনিস, আর বিশ্বকাপ খেলা এক জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে দেয় বিশ্বকাপের মতো একটা চাপ, এত বড় দায়িত্ব। আমি বলছি যে আমরা সবাইকে সবদিক বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিতে চাই। তাড়াহুড়ো করে বা হুট করে একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি না। এজন্য আমরা কথা বলে সবার সঙ্গে যেটা ভালো মনে হয় ওরকম কিছুই করবো।

Link copied!