• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

১৫ বছর পর পাকিস্তানে যাচ্ছে বিসিসিআই সভাপতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩, ০৬:০৪ পিএম
১৫ বছর পর পাকিস্তানে যাচ্ছে বিসিসিআই সভাপতি
ছবি: সংগৃহীত

এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। এশিয়া কাপ হবে হাইব্রিড মডেলে তাই পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কাতেও হবে এশিয়া কাপের খেলা। ভারত সবগুলো ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে এশিয়া কাপের খেলা দেখতে যাবেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট রজার বিনি ও ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা। ২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এটাই হবে বিসিসিআই প্রতিনিধির প্রথম পাকিস্তান সফর।

এশিয়া কাপে অংশগ্রহণকারী ৬ দেশের বোর্ড প্রধানদের আমন্ত্রণপত্র পাঠিয়েছে পাকিস্তানের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান। সেই আমন্ত্রণেই বাবর, সাদাবদের দেশে যাবেন ভারতীয় ক্রিকেটের প্রধান। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

বোর্ডের এক সূত্র পিটিআইকে বলেছেন, “বিনি ও শুক্লার সঙ্গে বোর্ড সচিব জয় শাহ ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার পাল্লেকেলেতে হাজির থাকবেন। পর দিন তাদের ভারতে ফেরার কথা। তার পরেই ওয়াঘা সীমান্ত দিয়ে লাহোরে যাবেন প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট।”

এশিয়া কাপের ৪ টা ম্যাচ হবে পাকিস্তানে বাকি ৯টা ম্যাচ হবে শ্রীলঙ্কাতে। পাকিস্তানের ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচেই হবে লাহোরে। ৪ সেপ্টেম্বর লাহোরে যাবেন রজার বিনি এবং শুক্লা দেশে ফিরবেন ৭ সেপ্টেম্বর। তাদের তিনদিনের সফরে এশিয়া কাপের দুইটি ম্যাচ দেখবেন তারা। ৫ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা এবং ৬ সেপ্টেম্বর সুপার ফোরের একটি ম্যাচের খেলা দেখবেন ভারতীয় বোর্ডের প্রতিনিধিরা। এই দুটি ম্যাচেই তারা থাকবেন স্টেডিয়ামে।

৩০ আগস্ট মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের মাঠের লড়াই।

খেলা বিভাগের আরো খবর

Link copied!