• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

শ্রীলঙ্কা পৌঁছেছে বাংলাদেশ দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০৯:১২ পিএম
শ্রীলঙ্কা পৌঁছেছে বাংলাদেশ দল
শ্রীলঙ্কা পৌঁছেছে বাংলাদেশ দল । ছবি : সংগৃহীত

পাকিস্তানের কাছে হারের তিক্ত স্বাদ নিয়ে এশিয়া কাপের সুপার ফোরের বাকী দুই ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে কলম্বোতে পা রাখে সাকিব-মুশফিকরা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরে নিজেদের বাকী দু’ম্যাচ খেলবে টাইগাররা। শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৫ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিট থেকে অনুশীলন করবে বাংলাদেশ। ফাইনালের দৌঁড়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে টাইগারদের।

গ্রুপ পর্বে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে এশিয়া কাপ শুরু করেছিল সাকিববাহিনী। এরপর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোরের টিকিট পায় টাইগাররা।

গত বুধবার সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ৬৪ রান এসেছে মুশফিকের ব্যাট থেকে। তাছাড়া হাফসেঞ্চুরি পেয়েছেন সাকিবও।

জবাবে ৩৯ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান এসেছে ইমামের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২৪ রানে ১ উইকেট শিকার করে সেরা বোলার শরীফুল। ৭ উইকেটের বড় হারে ফাইনালের সমীকরণ কিছুটা হলেও কঠিন করে ফেলেছে বাংলাদেশ।

Link copied!